নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দেশের ৬ জেলায় বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৯৭ হাজার ৫৯৫ জন কৃষক। তাঁদের প্রত্যেককে আড়াই হাজার টাকা করে সাহায্য দেবে সরকার। এরজন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ২৫ কোটি টাকা।
আগামীকাল রোববার থেকে মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে তাঁদের কাছে এ অর্থ পাঠানো শুরু হবে। গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা ও গাইবান্ধার ক্ষতিগ্রস্ত কৃষকরা এ সহায়তা পাচ্ছেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল ফোনের জিটুপি (সরকার থেকে ব্যক্তি) মাধ্যমে কৃষকদের নগদ সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। করোনভাইরাস ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে সরকার কৃষকদের মাঝে এই অর্থ হস্তান্তর করবে। এতে ওই জেলার অর্থনৈতিক গতিশীলতা বাড়বে। মোবাইল ওয়ালেট সার্ভিস–বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের নগদ সহায়তা দেওয়া হবে।