হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে নগদের প্রশাসকের ওপর ‘হাতুড়ি হামলা’

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের বিধি মেনেই পরিচালিত হচ্ছে নগদ। ছবি: সংগৃহীত

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে রাজধানীর বনানী ১২ নম্বর সড়কে তাঁর ওপর হামলা হয়। এতে তিনিসহ তার গাড়িচালক আহত হন। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তাঁর গাড়িও ভাঙচুর করে।

জানা গেছে, বুধবার বিকেলে মুহম্মদ বদিউজ্জামান দিদার অফিস থেকে বের হয়ে গুলশানে যাচ্ছিলেন। এ সময় তাঁকে অনুসরণ করে একদল দুর্বৃত্ত। তাঁর ব্যক্তিগত গাড়ির সামনে থেকে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে গাড়ির চালক আহত হন, গাড়িও ভাঙচুর করা হয়। এরপরে বদিউজ্জামান দিদারের ওপর হামলা চালায় দুর্বত্তরা।

রাতে এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, নগদের এক কর্মকর্তার গাড়িতে হাতুড়ি দিয়ে হামলা ও ভাঙচুর করার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। দুজন দুর্বৃত্ত তাঁর গাড়িতে হামলা চালায়। সেখান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। পুলিশ জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে। তবে এ ঘটনার পর রাত ৯টা পর্যন্ত থানায় কোনো মামলা বা অভিযোগ করেনি কেউ।

সিলেটে ট্রাক্টরের ধাক্কায় বাইক আরোহী যুবক নিহত

আ.লীগ সরকারের পতনের ৮ মাস পরও বিদ্যুৎ বিলে শেখ হাসিনার স্লোগান

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় বিএনপির ৬ জন আহত, আটক ৩

রাতে ডিউটি করে ভোরে আর ঘরে ফেরা হলো না, সড়কে গেল প্রাণ

গঙ্গাচড়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফকিরহাটে গাছচাপায় শ্রমিকের মৃত্যু

আমরা এখনো ভোটাধিকার পাইনি: শামসুজ্জামান দুদু

পিঠে বড়শি গেঁথে শূন্যে ঘুরছিলেন অরবিন্দ, নিচে হাজারো মানুষের ভিড়

ঈদে আতশবাজি ফোটানো নিয়ে ঝগড়া: রাজৈরে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

শ্রীপুরে ঘরে ঝুলছিল নারী পোশাককর্মীর লাশ, পাশে ‘প্রেমিক’কে লেখা চিরকুট