হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে মোস্তাকিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোস্তাকিন মিয়া (১৭) কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের মৃত জফর মিয়ার ছেলে । মোস্তাকিন পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরানগাঁও গ্রামের মৃত জফর মিয়ার ৫ ছেলের মধ্যে মোস্তাকিন চতুর্থ, দুই ছেলে প্রবাসী ও অপর দুই ছেলে অন্যত্র কাজ করে। বাড়িতে মোস্তাকিম তার মা ও প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছিল। রোববার সন্ধ্যায় মৃত জফর মিয়ার স্ত্রী বসত ঘরে দুই পুত্রবধূ ও ছেলে মোস্তাকিন মিয়াকে রেখে বাবার বাড়িতে যান। রাত ১০টার পরে মোস্তাকিন মিয়ার চিৎকার-চেঁচামেচি শুনে দৌড়ে আসেন দুই ভাইয়ের স্ত্রী। তারা খাটের ওপর মোস্তাকিনের গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী বলেন, নিজ বসতঘরে মোস্তাকিন নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। ঘরে তখন শুধুমাত্র দুই ভাইয়ের স্ত্রী ছিল।

নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন রোববার রাতে বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি, তাৎক্ষণিক বিস্তারিত বলা যাবে না। হত্যাকাণ্ডের আগে-পরে যারা ঘটনাস্থলে বা আশপাশে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আশা করছি দ্রুত হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

হাদির মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের ছায়া, হত্যাকারীকে গ্রেপ্তারের দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ