হোম > সারা দেশ > বরিশাল

প্রতিষ্ঠাতা নিয়ে বিরোধ, বিদ্যালয়ে তালা

মুলাদী(বরিশাল) প্রতিনিধি

মুলাদীর জয়ন্তী আইডিয়াল ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

বরিশালের মুলাদীতে প্রতিষ্ঠাতা নিয়ে বিরোধের জেরে সংঘাতের শঙ্কায় একটি বিদ্যালয়ে তালা দেওয়া হয়েছে। এতে করে বিপাকে পড়েছে ২ শতাধিক শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার পূর্ব নাজিরপুর গ্রামের জয়ন্তী আইডিয়াল ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়ে তালা দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে চাবি জমা দেন প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এমপিওভুক্ত নয়। শুরু থেকে এর যাবতীয় খরচ বহন করছিলেন আওয়ামী লীগ নেতা আবু হানিফ। তাঁকে প্রতিষ্ঠাতা হিসেবে এলাকার সবাই জানেন। এখন উপজেলা বিএনপির সদস্য মো. কুতুব উদ্দীন নিজেকে প্রতিষ্ঠাতা দাবি করে বিদ্যালয়ে হানিফের প্রবেশে নিষেধাজ্ঞা দেন।

শিক্ষার্থীদের অভিভাবকেরা জানান, দুজন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করায় স্থানীয়দের মধ্যে দুটি পক্ষের সৃষ্টি হয়েছে। এতে সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে। তাই শিক্ষকেরা বিদ্যালয় বন্ধ করে প্রশাসনের কাছে চাবি হস্তান্তর করেছেন।

এ ব্যাপারে কুতুব বলেন, ‘বরিশাল শিক্ষা বোর্ড যাচাই-বাছাই করে আমাকে প্রতিষ্ঠাতার স্বীকৃতি দিয়েছে। বিষয়টি প্রধান শিক্ষককে জানিয়ে আবু হানিফের পরিবর্তে আমাকে নিয়ে কাজ করতে বলেছি। তিনি বিদ্যালয় বন্ধ করেছেন কি না, জানা নেই।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষক বিদ্যালয় বন্ধ করে আবেদনসহ চাবি জমা দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা চলছে।’

আফতাবনগরে ধুলা আর শব্দদূষণ

স্বপ্ন অনিশ্চিত মাজেদুলের

৩ বছরেও পৌঁছায়নি ইতালি, খবর এল নির্যাতনে মৃত্যুর

বিএসএফকে সাইজ করার জন্য আমিই এনাফ, আপনাদের দরকার নেই: বিজিবি অধিনায়ক

দিনাজপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

৯ হাজার বিনা মূল্যে বই জব্দ: তিন সদস্যের তদন্ত কমিটি

গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনী ‘জুলাই-জাগরণ’ শুরু কাল

মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনে স্বতন্ত্র আইনের দাবি ব্যবসায়ীদের

চকচকে বাড়ি, বিলাসবহুল গাড়ি দিয়ে টিকে থাকা সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

কারাগারে ছাত্রলীগ নেতার হাত ভেঙে দেওয়ার অভিযোগ

সেকশন