শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিদেশি পশু–পাখিও লুটপাট করা হয়েছে। ৫ আগস্ট দুপুরের পর এ ঘটনা ঘটে। পার্কজুড়ে এখন শুধুই ধ্বংসস্তূপ।
আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গিয়ে দেখা যায়, পার্কের প্রধান ফটকের সামনে সুনসান নীরবতা। প্রধান ফটকে বিদ্যুৎ সংযোগ না থাকায় বন্ধ রয়েছে গেট। পার্কের ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করে চোখে পড়ল ধ্বংসস্তূপ। কোর সাফারির হিংস্র পশু দেখার জন্য নির্দিষ্ট মিনিবাস ভেঙে দেওয়া হয়েছে। ভাঙা হয়েছে পার্ক অফিস। পার্ক অফিসের সব কম্পিউটার ল্যাপটপ লুটপাট করে নিয়ে গেছে। পুরো পার্কের সিসিটিভি ক্যামেরা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে পার্কের দুটি বিশ্রামাগার।
ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পার্কের শিশুপার্ক। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে পার্কের ন্যাচার হিস্ট্রি মিউজিয়ামে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ডিসপ্লে ম্যাপ। ভাঙচুর চালানো হয়েছে পার্কের অডিটরিয়াম সেন্টার। পার্কের ভেতর থাকা কয়েকটি ফুট পার্ক লুটপাট চালিয়ে ভাঙচুর করা হয়েছে।