হোম > সারা দেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রতিনিধি,বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে যাত্রীবাহী বাস ইমা পরিবহনের সাথে ইজিবাইকের সংঘর্ষে রুস্তম শিকদার (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার জোকা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এসময় ইজিবাইক চালক রানা (২৬) এবং নিহত রুস্তম শিকদারের স্ত্রী ফিরোজা বেগম (৫০) গুরুত্বর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহত রুস্তম শিকদার মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের দক্ষিন নারকেল বাড়িয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দূর্ঘটনার স্থলে রাস্তার পাশেই ইট রাখা ছিল। ধারণা করা হচ্ছে ইটের পাজার কারণে ইজিবাইকটিকে দেখতে পায়নি, পরিবহন চালক। যার ফলে এই দূর্ঘটনা ঘটেছে।

মোরেলগঞ্জ থানার এসআই এসএম তরিকুল ইসলাম জানান,  চিংড়াখালী থেকে স্ত্রীসহ ইজিবাইক যোগে মোরেলগঞ্জ যাচ্ছিলেন রুস্তম শিকদার। সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের জোকা নামক স্থানে পৌছালে বীপরিত দিক থেকে আসা ইমা পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ইজবাইকযাত্রী রুস্তম শিকদার মারা যায়। তার স্ত্রী ফিরোজা বেগম এবং ইজিবাইক চালক রানা গুরুত্বর আহত হয়েছেন। আমরা মরদেহ উদ্ধার করেছি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।আমরা পরিবহনটিকে জব্দ করেছি। চালক ও চালকের সহযোগি পালিয়ে গিয়েছে।

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দশমিনায় গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা