হোম > সারা দেশ > ঢাকা

মতিঝিলে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টির’ হামলা, আহত অনেকে

আজকের পত্রিকা ডেস্ক­

মতিঝিলে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টির’ হামলায় অনেকে আহত হন। ছবি: জাহিদুল ইসলাম

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র বিক্ষোভে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামক একটি প্ল্যাটফর্মের ব্যানারে আসা লোকজন হামলা চালিয়েছে। আজ বুধবার দুপুরে মতিঝিলের মেট্রো স্টেশনের নিচে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন।

মতিঝিলে পাহাড়িদের ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টির’ হামলা। ছবি: আজকের পত্রিকা

‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ব্যানারে আসা একদল লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে মতিঝিলে এনসিটিবি কার্যালয় ঘেরাও করার উদ্দেশ্যে রওনা হয়। পরে এনসিটিবি ভবনের সামনে স্টুডেন্টস ফর সভারেন্টির ব্যানারে থাকা লোকজনের সঙ্গে আদিবাসী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা একটি মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাব ও দৈনিক বাংলা হয়ে মতিঝিল মেট্রো স্টেশনের নিচে পৌঁছায়। সেখানে আগে থেকেই ছড়িয়ে–ছিটিয়ে অবস্থান করছিলেন স্টুডেন্টস ফর সভারেন্টির সদস্যরা। তাঁদের অনেকের হাতেই লাঠিসোঁটা দেখা যায়।

সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতার মিছিলটি মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে স্টুডেন্টস ফর সভারেন্টির সদস্যরা প্রথমে তাদের বাধা দেন। পরে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের অনেককে উদ্ধার করে ভ্যান-রিকশায় করে সরিয়ে নেওয়া হয় চিকিৎসার জন্য।

মতিঝিলে আদিবাসীদের সঙ্গে স্টুডেন্টস ফর সভারেন্টির সংঘর্ষে অনেকে আহত হন। ছবি: জাহিদুল ইসলাম

নবম ও দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পেছনের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচি দিয়েছিল সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা।

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এসআইসহ ৬ জন টেঁটাবিদ্ধ, বাড়িঘরে আগুন

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে