হোম > সারা দেশ > বরিশাল

জামায়াতপন্থীদের ওপর বিএনপিপন্থী আইনজীবীদের হামলা, পিপিসহ আহত ৩

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে আজ মঙ্গলবার হামলায় আহত জামায়াতে ইসলামীপন্থী আইনজীবীকে হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীতে জামায়াতে ইসলামীপন্থী আইনজীবীদের ওপর বিএনপিপন্থী আইনজীবীদের হামলার অভিযোগ উঠেছে। এতে সরকারি কৌঁসুলিসহ (পিপি) তিনজন আহত হন। আজ মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় এই ঘটনা ঘটে।

আহত আইনজীবীরা হলেন পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও জামায়াত নেতা রুহুল আমিন, পৌর জামায়াতের ৬ নম্বর ওয়ার্ডের সহসভাপতি অ্যাডভোকেট মো. মহিউদ্দিন ও জামায়াত কর্মী গাজী মোহাম্মদ হুমায়ূন কবির। তাঁদের মধ্যে গুরুতর আহত রুহুল আমিনকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপিপন্থী আইনজীবীরা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। সংগঠনের গঠিত নির্বাচন কমিশনও হামলার বিষয়ে কোনো অভিযোগ পায়নি বলে দাবি করেছে।

জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৫ ঘোষণা করেছে সংগঠন থেকে গঠিত নির্বাচন কমিশন। আজ বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৯টি পদে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ সময় ছিল। এতে জামায়াত সমর্থিত জেলা ল ইয়ার্স কাউন্সিল ওই ৯ পদে মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে ৬টি পদে মনোনয়নপত্র বিক্রি করে নির্বাচন কমিশন। তবে বাকি তিনটি পদ, সাধারণ সম্পাদক সহসভাপতি, সদস্য পদে মনোনয়ন চাইলে ল ইয়ার্স কাউন্সিল আইনজীবীদের ওপর হামলা হয়। তাঁদের অভিযোগ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা এই হামলা চালিয়েছেন।

জানা গেছে, নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মোহসীন উদ্দিন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি। কমিশনের অপর দুজন বিএনপি সমর্থিত আইনজীবী।

জেলা ল ইয়ার্স কাউন্সিলের সদস্য ও জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের জামায়াতের ল ইয়ার্স কাউন্সিল সব কটি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে তিনটি পদে বিক্রি করেনি নির্বাচন কমিশন। উল্টো আমাদের তিন আইনজীবীর ওপর অতর্কিত হামলা চালানো। এই হামলা নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক শরিফ সালাহউদ্দিন। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী মিজান মাস্টার, মাহবুবুর রহমান সুজন, আরিফুর রহমান, আরিফ হোসেন, নাজমুল আহসান হোসেন মুন্না ও তৌফিক হোসেন মুন্না।’

পটুয়াখালীতে আজ মঙ্গলবার হামলায় আহত জামায়াতে ইসলামীপন্থী আইনজীবীকে হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: আজকের পত্রিকা

আহত পিপি রুহুল আমিন বলেন, ‘আমরা একটি সুন্দর নির্বাচনের জন্য প্যানেল দিয়েছিলাম। তবে মনোনয়নপত্র কিনতে গেলে বিএনপিপন্থী আইনজীবীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালান।’

অভিযোগের বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক শরীফ সালাহউদ্দিন বলেন, ‘তাঁদের পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। আমরা কোনো হামলা করিনি এবং জানিও না। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

জানতে চাইলে জেলা আইনজীবী সমিতি-২০২৫ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মোহসীন উদ্দিন বলেন, ‘জেলা জামায়াতের আমির নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র দাখিল করে গিয়েছেন। তাঁদের ওপর হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। এ ছাড়া তিনটি পদে মনোনয়নপত্র বিক্রি না করার অভিযোগ মিথ্যা।’

ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন: শোভাযাত্রার আগেই সুখবর দেবে ডিএমপি

মঙ্গল শোভাযাত্রার নাম বদলের ব্যাখ্যা ও শিক্ষক–শিক্ষার্থী দ্বন্দ্বের অবসান চান চারুকলার শিক্ষার্থীরা

মেঘনা আলমের আটকাদেশ চ্যালেঞ্জ করে রিট

মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা

নরসিংদীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম গ্রেপ্তার

ব্রি-১০৮ ধানে চমক: ২১ কেজি বীজে ২২১ মণ ফলন

গাইবান্ধায় জামায়াতের গণসংযোগ কর্মসূচিতে আওয়ামী লীগের হামলা, আহত ২

সাংগ্রাই উৎসবে রঙিন বান্দরবান

র‍্যাব পরিচয়ে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার