হোম > সারা দেশ > কক্সবাজার

সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধাকে আটক করে পুলিশে সোপর্দ

কক্সবাজার প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত ও ফাঁসি কার্যকর হওয়া বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে (৭৬) আটক করে পুলিশে দিয়েছেন কক্সবাজারের রামুর বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার আবদুল গনি মাঝির বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক নুরুল আবছার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা গ্রামের বাসিন্দা।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার তাঁদের হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় কোনো মামলা আছে কি না, খোঁজ নেওয়া হচ্ছে। অন্যথায় তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ইতিমধ্যে পরিবারকে খবর দেওয়া হয়েছে।

কাউয়ারখোপ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাব্বির হোসেন বাদশাহ জানান, নুরুল আবছারের দীর্ঘদিন আত্মগোপনে থাকার খবর পেয়ে বিএনপি নেতা এনামুল হক, হানিফ জিহাদীর নেতৃত্বে স্থানীয় জনতা ওই বাড়ি ঘেরাও করে রাখেন। পরে খবর পেয়ে রামু থানা–পুলিশের একটি দল এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

আবদুল গনি মাঝির ছেলে মোহাম্মদ হারুন বলেন, ‘আমার বাবার চাকরি সূত্রে উনার (বীর মুক্তিযোদ্ধা) সঙ্গে আমাদের দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক। কিছু দিন আগে আমার ছোট বোনের বিয়েতে সপরিবার উনাকে দাওয়াত করা হয়। কিন্তু তিনি অসুস্থ থাকায় আসতে পারেননি। তাই একটু সুস্থ হওয়ার পর গতকাল বুধবার বোনকে দেখতে এসেছিলেন। এখনো তিনি পুরোপুরি সুস্থ নন। আগামীকাল শুক্রবার চলে যাওয়ার কথা ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার বিষয়টি মোটেও সত্য নয়।’

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দশমিনায় গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার