হোম > সারা দেশ > ঢাকা

মহাখালী সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, সচিবালয়ে প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সড়ক ও রেলপথ অবরোধ তুলে নেওয়ায় যান চলাচল শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথে অবরোধ তুলে নিয়েছেন তিতুমীরের শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেল ৪টার দিকে তাঁরা সবগুলো সড়ক ছেড়ে দেন।

শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতে গেছেন। পূর্বঘোষণা অনুযায়ী বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাঁরা অবরোধ কর্মসূচি পালন করেন। বিকেল ৪টার দিকে তাঁরা সড়ক অবরোধ তুলে নেন।

হাসান নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করে আসছি। পূর্বঘোষণা অনুযায়ী আজ বিকেল ৪টা পর্যন্ত আমাদের সড়কে থাকার কথা ছিল। আমরা ৪টা পর্যন্ত কর্মসূচি পালন করেছি। আমাদের শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সচিবালয় আলোচনার জন্য গেছেন। তাঁরা সচিবালয় থেকে যেকোনো সিদ্ধান্ত নিয়ে আসবেন। তবে আমরা ঘোষণা অনুযায়ী সড়কটি ছেড়ে দিয়েছি।’

শিক্ষার্থীরা মিছিল নিয়ে তিতুমীর কলেজের ক্যাম্পাসে ফিরে গেছেন। এরপর স্বাভাবিকভাবেই যান চলাচল শুরু হয়।

এর আগে বেলা ১১টা থেকে সারা দেশের সঙ্গে রেলপথ যোগাযোগ বন্ধ ছিল। মহাখালী ফ্লাইওভারেও যান চলাচল করেনি। এতে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেককেই হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, যদি বিশ্ববিদ্যালয়ে গঠনের জন্য কমিশন গঠন না করা হয়, তাহলে মঙ্গলবার তাঁরা কর্মসূচি ঘোষণা করবেন।

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

সেকশন