হোম > সারা দেশ

নাইক্ষ্যংছড়িতে সিএনজি দুর্ঘটনায় শিশুসহ আহত ৭

প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান): বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম দোছড়িতে সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ ৭ জন গুরুতর আহত হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের লেমুছড়ি বড় উঠনি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

এ দুর্ঘটনায় আহতরা হলেন দোছড়ি ইউনিয়নের লেমুছড়ি গ্রামের মাহাব্বুল আলমের স্ত্রী জাহেদা বেগম (৪০), তার ছেলে সিএনজি চালক আলা উদ্দীন (২১), মহিউদ্দিন (১১), বাদশা মিয়ার স্ত্রী খুরশিদা বেগম (৩৫)। একই ইউনিয়নের পাইন ছড়ি গ্রামের নুর হোসেনের স্ত্রী রাবিয়া বেগম ও তার ৮ বছরের শিশু কন্যা মরিয়ম বেগম। এছাড়াও ইউনিয়নের কুলাচি এলাকার থোয়াই চিং মার্মা (৬০) পিতা মৃত মংসিং হ্লা মার্মা।

আহতদের প্রথমে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আশঙ্কাজনক অবস্থায় জাহেদা, মহিউদ্দিন, খুরশিদা ও আলাউদ্দিনকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অপর তিনজন নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাহেদা বেগমের ছেলে চালক আলাউদ্দিন মা, ভাই, ফুফুসহ তার আত্মীয়স্বজনদের নিয়ে গর্জনিয়া বাজার থেকে বিকেলে বাড়ি ফেরার পথে লেমুছড়ি বড় উঠনি নামক স্থান দিয়ে নামার সময় খাদে পড়ে দুর্ঘটনার কবলে পড়ে।

এর পরপরই উদ্ধার করে হতাহতদের হাসপাতালে পাঠানো হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের কেউ মারা যায়নি।

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতিতে

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

কোন্দলই বিএনপির বড় সংকট

ধানমন্ডি ৩২ নম্বরে মাঝরাতে আগুন-ভাঙচুর

ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর-আগুন