ঢাকা: লকডাউনের মধ্যে একজন চিকিৎসকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. মামুনুর রশীদকে বরিশালে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার রাতে তিনি আজকের পত্রিকাকে বলেন, এটি নিয়মিত বদলির অংশ। এর পেছনে অন্য কোন কারণ নেই। তাঁর বদলির বিষয়টি আগে থেকেই প্রক্রিয়াধীন ছিল।
এর আগে লকডাউন চলাকালে গত রোববার রাজধানীর এলিফ্যান্ট রোডে একজন নারী চিকিৎসকের পরিচয়পত্র দেখা নিয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয়। ওই সময় সেখানে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।
চিকিৎসকের সঙ্গে পুলিশ সদস্য ও ম্যাজিস্ট্রেটের বাগবিতণ্ডার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পাল্টাপাল্টি বিবৃতি দেয়।