হোম > সারা দেশ > ঢাকা

স্বপ্নপুরী থেকে উদ্ধার ৫ ভালুক এল সাফারি পার্কে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

দিনাজপুরের স্বপ্নপুরী পার্ক থেকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে আনা ভালুক। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের স্বপ্নপুরী পার্ক থেকে উদ্ধার করা পাঁচটি এশিয়ান কালো ভালুক গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে। আজ বুধবার বেলা ২টার দিকে প্রাণীগুলোকে পার্কের কোয়ারেন্টাইনে নেওয়া হয়।

বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মীরা গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে স্বপ্নপুরী পার্ক থেকে ভালুকগুলো উদ্ধার করেন। এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ইউনিটের বন্য প্রাণী পরিদর্শক অসীম কুমার মল্লিক।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম বলেন, প্রাণীগুলোর চিকিৎসা ও পুনর্বাসন চলবে।

এদিকে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের বন্য প্রাণী পরিদর্শক অসীম জানান, ইউনিটের পরিচালক ছানাউল্ল্যা পাটওয়ারীর সার্বিক দিকনির্দেশনায় অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগ এবং বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম ও রাজশাহীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় ওই পার্ক থেকে ভালুক ছাড়াও ৪৩টি পশুপাখি উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ছিল পাঁচটি মায়া হরিণ, ১১টি বানর, ১৭টি সাম্বার হরিণ, পাঁচটি রাজ ধনেশ, দুটি শজারু ও একটি ভোঁদড়। এগুলোর মধ্যে শুধু ভালুকগুলো সাফারি পার্কে পাঠানো হয়েছে। অভিযানের পর বন্ধ করা হয়েছে স্বপ্নপুরী পার্কের মিনি চিড়িয়াখানা।

অসীম বলেন, গত ২৬ জানুয়ারি পার্কটিতে প্রথম ধাপের অভিযানে ৭৪টি বন্য প্রাণী জব্দ করা হয়। এগুলোর মধ্যে ৫২টি বন্য প্রাণী পার্ক কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ সেসব প্রাণীর বেশির ভাগের পক্ষে কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় পরে মঙ্গলবার অভিযান পরিচালনা করে প্রাণীগুলো নিয়ে আসা হয়।

বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের অপর বন্য প্রাণী পরিদর্শক আবদুল্লাহ আল সাদিক জানান, স্বপ্নপুরী পার্কের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

পিঠে বড়শি গেঁথে শূন্যে ঘুরছিলেন অরবিন্দ, নিচে হাজারো মানুষের ভিড়

ঈদে আতশবাজি ফোটানো নিয়ে ঝগড়া: রাজৈরে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

শ্রীপুরে ঘরে ঝুলছিল নারী পোশাককর্মীর লাশ, পাশে ‘প্রেমিক’কে লেখা চিরকুট

বরিশালে ভাইয়ের স্ত্রী ও ভাতিজার হামলায় বৃদ্ধ নিহত

কর্মকর্তাদের সংবর্ধনা শিক্ষকদের চাঁদায়

চিকিৎসক-সংকটে সেবা কার্যক্রম চলছে খুঁড়িয়ে

আবাদি জমি-জলাশয় ভরাট করে আবাসন

ছাত্রীদের শোয়ার ঘরে সিসি ক্যামেরা: সেই মাদ্রাসা বন্ধের নির্দেশ

ঠাকুরগাঁওয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে দুই পক্ষের সংঘর্ষ

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন