রাজধানীর পল্টন থেকে ২০ প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মীর হাফিজুর রহমান(৪৫)। সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাফিজুর কুষ্টিয়ার মিরপুর উপজেলার জয়নাল আবেদীনের ছেলে।
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, হাফিজুর আর্থিকভাবে স্বচ্ছল মানুষদের অধিক মুনাফা দেওয়ার কথা বলে টাকা নিয়ে প্রতারণা করছে। কুষ্টিয়ার মিরপুর থানায় তার বিরুদ্ধে একাধিক প্রতারণা ও চেক জালিয়াতির মামলা করেন ভুক্তভোগীরা। তার বিরুদ্ধে বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।