হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বগুড়া প্রতিনিধি

আহত তিনজন। ছবি: সংগৃহীত

বগুড়ার গাবতলীতে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবদলের নেতা হৃদয় হোসেন গোলজার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ছয়জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হৃদয় হোসেন গোলজার নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। তবে তাঁর দাবি, সালিস করতে গিয়ে ধাওয়ার মুখে পড়লে তাঁর সহযোগীরা মারধর করেছেন।

আহত ব্যক্তিরা হলেন বাবুল আকন্দ (৪৫), খুকি বেগম (৭০), আবুল আকন্দ (৫৫), বিউটি বেগম (৪০), আ. হান্নান (৪০) ও পান্না (৩৮)। আহত ব্যক্তিদের মধ্যে বাবুল ও খুকিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, চাকলা গ্রামের বেলুছ মণ্ডল নামের এক ব্যক্তি সাত-আট মাস আগে ভিয়েতনামে যান। সেখানে গিয়ে জানতে পারেন, তাঁকে ভ্রমণ ভিসায় পাঠানো হয়েছে। কোনো কাজ না পেয়ে তিনি বাড়ি ফিরে আসেন। বেলুছ মণ্ডলকে ভিয়েতনামে পাঠাতে সহযোগিতা করেন গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের চামুরপাড়া গ্রামের মৃত অমেদ আলীর ছেলে সিএনজিচালক আব্দুল হান্নান।

এদিকে দেশে ফিরে বেলুছ মণ্ডল টাকা ফেরত চাইলে হান্নান টালবাহানা শুরু করেন। আজ সকাল ৭টার দিকে হান্নান সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নাড়ুয়ামালা আমতলা এলে বেলুছ মণ্ডলের লোকজন অটোরিকশাসহ তাঁকে ধরে নিয়ে বাড়িতে আটকে রাখেন। খবর পেয়ে হান্নানের ছোট ভাই থানায় লিখিত অভিযোগ দিয়ে লোকজন নিয়ে চাকলা গ্রামে বেলুছ মণ্ডলের বাড়িতে যান। এ সময় হৃদয় হোসেন গোলজার বেলুছ মণ্ডলের বাড়িতে যান। সেখানে আলোচনার একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে।

অটোরিকশাচালক হান্নানের ভাই জিল্লুর রহমান বলেন, বেলুছ মণ্ডলের বাড়িতে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায় চেয়ারম্যান তাঁর লোকজন নিয়ে হাজির হন। তিনি কোনো কথা না শুনেই এলোপাতাড়ি মারপিট শুরু করেন। এ সময় তাঁর সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছয়জনকে আহত করেন।

জানতে চাইলে হৃদয় হোসেন গোলজার বলেন, ‘চাকলা গ্রামেই আমার বাড়ি। থানা-পুলিশের অনুরোধে আমি বেলুছ মণ্ডলের বাড়িতে যাই। ঘটনা মীমাংসা করতে গেলে হান্নানের গ্রাম থেকে আসা লোকজন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমার গ্রামে এসে তাঁরা আমাকেই ধাওয়া করেন। এ সময় আমার সঙ্গে থাকা লোকজনের মারপিটে কয়েকজন আহত হন।’

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘ইউপি চেয়ারম্যানকে আমি যেতে বলিনি। মারামারির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত ব্যক্তিদের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

সেকশন