হোম > সারা দেশ

এসএসএফের নিরাপত্তা পাবেন বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা সুবিধা পাবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা। পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও এ সুবিধা দেওয়া হবে।

এজন্য ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানান, সামরিক শাসনের সময় জারিকৃত অধ্যাদেশের মাধ্যমে এসএসএফ চলছিল। উচ্চ আদালতের নির্দেশনায় ওই অধ্যাদেশকে নতুন করে আইনে রূপান্তর করা হচ্ছে।

আগের বিষয়গুলোকে রেখেই নতুন আইন করা হচ্ছে জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, প্রস্তাবিত আইনে নতুন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তা দেওয়ার বিষয়টি যুক্ত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতির পিতার দুই মেয়ে ও তাঁদের সন্তান; সন্তানদের স্বামী ও স্ত্রী এবং তাঁদের সন্তানরা এ নিরাপত্তা পাবেন।

জাতির পিতার পরিবারের সদস্যদের বাইরে গেজেট/প্রজ্ঞাপন দিয়ে ঘোষিত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং অন্য দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীরা এই আইনের আওতায় এসএসএফ নিরাপত্তা পাবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় না থাকলেও এই নিরাপত্তা পাবেন জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীত্ব না থাকলেও তিনি এ প্রটোকল পাবেন।

‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ এ যাই থাকুক না কেন, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনীর আইনকে প্রাধান্য দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

পোলো বাওয়া উৎসবে মাতলেন শত শিকারি

‘হাইব্রিড’ বলায় সংঘর্ষ দোকান-বাড়ি ভাঙচুর

পলাতক আসামি অনুষ্ঠানের অতিথি, খুঁজে পায়নি পুলিশ

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

সেকশন