হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে ভাইয়ের স্ত্রী ও ভাতিজার হামলায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রতীকী ছবি

বরিশালের গৌরনদীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজার হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামে ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সন্ধ্যায়। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন ফকির (৬৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা।

দেলোয়ারের ছেলে ফরসাল ফকির অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁর ছোট চাচা জাহাঙ্গীর হোসেন ফকিরের সঙ্গে তাঁর বাবা দেলোয়ারের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় জাহাঙ্গীরের স্ত্রী সুরমা আক্তার সাথী ও তাঁর ছেলে জাহিদ হোসেনের হামলায় ঘটনাস্থলেই দেলোয়ার নিহত হন।

হামলার অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর বলেন, বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে অসুস্থ হয়ে দেলোয়ার মৃত্যুবরণ করেছেন।

গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি তদন্ত করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগ করা হলে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, দেলোয়ারের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য তা আজ রোববার মর্গে পাঠানো হবে।

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

হাদির মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের ছায়া, হত্যাকারীকে গ্রেপ্তারের দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ