Ajker Patrika
হোম > সারা দেশ

তিন দিন পরও নিখোঁজ মায়ের সন্ধান মেলেনি, দুই সন্তানকে দাফন

প্রতিনিধি, বান্দরবান

তিন দিন পরও নিখোঁজ মায়ের সন্ধান মেলেনি, দুই সন্তানকে দাফন

বান্দরবানে পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিখোঁজ হওয়ার একদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মা কৃষ্ণাতি ত্রিপুরার কোনো সন্ধান এখনো মেলেনি। গত বুধবার বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের সাংগাই ত্রিপুরা পাড়া এলাকায় ভারী বর্ষণের ফলে ঝিরির পাশে এই ধসের ঘটনা ঘটে।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দমকল বাহিনী, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়। কিন্তু আজ শুক্রবার কেবল আত্মীয়-স্বজনই নিখোঁজ কৃষ্ণাতির খোঁজে উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন।

এদিকে বৃহস্পতিবার দুই শিশুকে উদ্ধারের পর ওই দিন সন্ধ্যায় স্থানীয়ভাবে দাফন করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার জগদিশ ত্রিপুরা আজ বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত বুধবার সন্ধ্যায় মা কৃষ্ণাদি ত্রিপুরা, মেয়ে বিনিতা ত্রিপুরা (১২) ও ছেলে প্রদীপ ত্রিপুরা (৮) পাহাড়ে জুম খেতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে বৃষ্টি শুরু হলে তাঁরা ঝিরি (ছোট খাল) এলাকায় অপেক্ষা করছিলেন। এ সময় পাশের পাহাড় ধসে মাটি চাপা পড়ে নিখোঁজ হন তাঁরা। নিখোঁজ কৃষ্ণাতি ত্রিপুরা সদর উপজেলার সদর ইউনিয়নের সাংগাই ত্রিপুরা পাড়ার মৃত দিয়াম্ব ত্রিপুরার স্ত্রী।

জগদিশ ত্রিপুরা জানান, বৃহস্পতিবার সকালে নিখোঁজ দুই শিশু বাজেরুঙ (বিনিতা) ত্রিপুরা (১২) ও প্রদীপ ত্রিপুরার (৮) মরদেহ উদ্ধার করা হয়। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যার দিকে ত্রিপুরা পাড়া এলাকায় দুই শিশুকে দাফন করা হয়। আজ সকাল থেকে স্থানীয় ও স্বজনরা কৃষ্ণাতি ত্রিপুরার খোঁজে উদ্ধার কাজ শুরু করলেও পুলিশ ও দমকল বাহিনীর কেউ আর আসেনি।

বৃহস্পতিবার বিকেল বৈরী আবহাওয়ার কারণে অভিযান স্থগিত রাখা হয়েছিল বলে জানিয়েছেন বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী। 

আজ বিকেল সাড়ে ৪টায় ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিখোঁজ কৃষ্ণাতি ত্রিপুরার এখনো সন্ধান পাওয়া যায়নি।

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সমাজসেবার বদলে নিজের সেবা

আয়োজন বেশি, ক্রেতা কম

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট