হোম > সারা দেশ > রংপুর

আগুনে ঘর পুড়ে যাওয়া দেখে অজ্ঞান, হাসপাতালে ভর্তি

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর শুকানিপাড়া গ্রামে আগুনে বাড়িঘর পুড়েছে হিসাব উদ্দীনের। ছবি: আজকের পত্রিকা

এক পা নেই বৃদ্ধ হিসাব উদ্দীনের (৬০)। তারপরও ২ হাজার টাকা বেতনে একটি চাতাল পাহারা এবং ছেলেকে নিয়ে অন্যের জমি বর্গায় চাষাবাদ করে দিন যাচ্ছিল তাঁর। কিন্তু আগুনে নিমেষে ধ্বংস হয়ে গেল তাঁর তিলে তিলে গড়া ঘরবাড়ি। সবকিছু হারিয়ে এখন খোলা আকাশের নিচে পরিবারটি।

ঘটনার বিহ্বলতায় হিসাব উদ্দীনের স্ত্রী মাসুদা বেগম অজ্ঞান হয়ে যান। পরে তাঁকে ভর্তি করা হয় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর শুকানিপাড়া গ্রামে বাড়ি হিসাব উদ্দীনের।

আজ সোমবার সকালে আগুনে পুড়েছে তাঁর বাড়ির সবকিছু। তিনিসহ ৯টি পরিবারের আসবাব, ধান, ভুট্টা, চাল, নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

হিসাব উদ্দীন বলেন, ‘মোর সব শেষ হই গেইছে, কিছু বাঁচাবা পারুনি, মোর তো একখান পা নাই। মোর স্ত্রী আগিন দেখে অজ্ঞান, ওয়াক হাসপাতালত ভর্তি করিবা হইছে। রোজাডা কেংকরে খুলিম সানকে (সন্ধ্যায়), ওইডারও কোনো বুদ্ধি নাই।’

ক্ষতিগ্রস্ত এক পরিবারের এসএসসি পরীক্ষার্থী রুপালি আক্তার বলেন, ‘আমার পড়ার বইটা পর্যন্ত বাঁচাতে পারিনি। সব পুড়ে গেছে। ঈদের পরে পরীক্ষা। বাবা দিনমজুর। বই কিনে দিবে, নাকি বাড়ি ঘর ঠিক করবে।’

বালিয়াডাঙ্গী উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার শফিউল্লাহ বসুনিয়া জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। প্রচণ্ড রোদ ও বাতাস থাকায় দ্রুত ছড়িয়েছে। তিনি বলেন, ‘আমরা খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। বাতাস না হলে আগুন এত দূর পর্যন্ত ছড়াত না।’

আগুনে পুড়েছে এসএসসি পরীক্ষার্থী রুপালি আক্তারের বইখাতাও। ছবি: আজকের পত্রিকা

দুপুরে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি প্রমুখ।

ইউএনও পলাশ কুমার দেবনাথ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, কম্বল ও নগদ টাকা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়েছে। পরে আরও সহযোগিতা করা হবে।

এদিকে বড়বাড়ী ইউনিয়নের রূপগঞ্জে একই সময় আগুনে গমখেত পুড়েছে কয়েকজন কৃষকের।

বরিশাল সিটি করপোরেশন: চাকরিচ্যুত ১৬০ শ্রমিককে পুনর্বহাল ও বকেয়া বেতন দাবি

স্ত্রী-সন্তানসহ নাঈমুল ইসলাম খানের ১৬৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্থানীয় সরকার সংস্কারে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের ছয় প্রস্তাবনা

জাবিতে সিনিয়রকে মারধর: ছাত্রদল নেতাকে এক বছরের জন্য বহিষ্কার

সাবেক এমপি আখতারুজ্জামান বাবুর বাড়ি-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

ধর্ষণ ও হত্যা হুমকির বিচার চেয়ে রাস্তায় মা-মেয়ে

ইসি ঘোষিত শিবচরকে ‘দুর্গম উপজেলা’ মানতে নারাজ এলাকাবাসী

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

রাজশাহীতে তাঁতী দল নেতাকে কুপিয়ে আহত

কলেজছাত্রীকে দোকানে নিয়ে ধর্ষণের অভিযোগ