Ajker Patrika
হোম > সারা দেশ

দাউদকান্দিতে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৬

 দাউদকান্দি প্রতিনিধি 

দাউদকান্দিতে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৬

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান এ. এস. এম শাহজাহানকে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে এই হামলার ঘটনা ঘটে। এতে চেয়ারম্যান প্রার্থী এ. এস. এম শাহজাহানসহ ছয়জন আহত হয়।

জানা যায়, গত বুধবার রাতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এ. এস. এম শাহজাহান তাঁর সমর্থকদের নিয়ে চষই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ফিরছিল। ফেরার পথে তাঁর সমর্থকদের ওপর প্রতিপক্ষ আনারস প্রতীকের প্রার্থী সোহেল পাটোয়ারীর কর্মী-সমর্থকেরা হামলা চালায়। রাতেই আহতদের স্থানীয় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সোহেল পাটোয়ারী জানান, রাতে আমার গ্রামে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এ. এস. এম শাহজাহান আসেন। রাতে না এসে সকালে আসবেন এমন কথা বলার পর আমার কর্মী মো. সজীবকে লাথি মেরে পানিতে ফেলে দেয়। এতে আমার কর্মী মো. সজীব ও ফরহাদ আহত হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, হামলার ঘটনা শুনেছি। তবে এ নিয়ে কেউ লিখিত অভিযোগ জানায়নি। 

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

বাটার মোড়ের জিলাপি ছাড়া ইফতারই অপূর্ণ

মাছি দমনে ‘ফ্রুট ফ্লাই ট্র্যাপ’

বিলের মাঝে ৩ কোটির সেতু

২০০ ভাটার ১৯২টিই অবৈধ, নীরব প্রশাসন

ওষুধ নেই, সংকট লোকবলেরও

তক্তা দিয়ে চিত্রা নদী পারাপার

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন