ছাত্র-জনতার অভ্যুত্থানে ফেনীর প্রথম শহীদ ইকরাম হোসেন কাউসারের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার শহীদ কাউসারের নিজ বাড়ি পরশুরাম উপজেলার রাজষপুরে যান তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক আজিজুর রহমান রিজভী ও কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব জোবায়ের।
কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। স্থানীয় ছাত্র নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।