Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা

লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা
লালমনিরহাটের সোনালী ব্যাংক বড়বাড়ি শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে আশপাশের লোকজন বুঝতে পারায় তারা পালিয়ে যায়।

গতবার সোমবার রাত ১২টার দিকে সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। তবে ব্যাংকের টাকাসহ কোনো কিছুই খোয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাংকের পেছনের দেয়ালের নিচে একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে ব্যাংকে কর্মরত চতুর্থ শ্রেণির একজন কর্মচারী বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এতে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশসহ ব্যাংকের কর্মকর্তারা ছুটে আসেন। ব্যাংক থেকে টাকাসহ অন্য কিছু খোয়া গেছে কি না, তা জানতে অনুসন্ধান চালায় ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী।

বড়বাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হুদা লিমন বলেন, ব্যাংকটি থেকে টাকাসহ অন্য কিছু খোয়া গেছে কি না, তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী। তবে সর্বশেষ তথ্যমতে, কোন কিছুই খোয়া যায়নি ব্যাংকে। দুর্বৃত্তরা সুড়ঙ্গ খুঁড়লেও ভেতরে প্রবেশ করতে পারেনি।

লালমনিরহাটের সোনালী ব্যাংক বড়বাড়ি শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা। ছবি: আজকের পত্রিকা
লালমনিরহাটের সোনালী ব্যাংক বড়বাড়ি শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, তদন্ত চলছে। তবে টাকা খোয়া যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্বৃত্তরা ব্যাংকে প্রবেশের আগেই লোকজন বুঝতে পাওয়ায় তারা পালিয়ে যায়।

স্বর্ণ ব্যবসায়ীকে গুলির ঘটনায় স্ত্রীর মামলা, পুলিশ হেফাজতে নিরাপত্তাকর্মী

খুলনা মহানগর বিএনপির কাউন্সিল: সভাপতি মনা, সম্পাদক তুহিন

প্রতিপক্ষকে ফাঁসাতে নারীকে হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান ২ দিনের রিমান্ডে

নামডাকওয়ালা ফুটবলার থেকে হানিফের চরমপন্থী নেতা হয়ে ওঠা

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল তৈরি করতে হবে: সাকি

শিক্ষিকার প্রহারে গুরুতর আহত শিশুশিক্ষার্থী

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কম দামে পণ্য পেয়ে খুশি ফিরোজ: ১০ টাকা বাঁচলেও গরিবের লাভ