হোম > সারা দেশ > ঢাকা

গণমিছিল স্থগিত করে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করল ৮ সংগঠন

ঢাবি সংবাদদাতা

আট সংগঠনের গণমিছিল স্থগিত করে শহীদ মিনারে সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ সাত দফা দাবিতে গণমিছিলের ঘোষণা দিয়েছিল আটটি বাম রাজনৈতিক দল, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। তবে বিশৃঙ্খলার আশঙ্কায় তারা গণমিছিল স্থগিত করে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করেছে।

আজ শনিবার সকাল পৌনে ১২টায় সমাবেশ শুরু হয়। পরে সমাবেশ থেকে সাত দফা দাবি ঘোষণা করা হয়।

আয়োজকেরা দাবি করেছেন, এ সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (একাংশ), উদীচী শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল, পাহাড়ি ছাত্র পরিষদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ খেতমজুর সমিতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) প্রমুখ রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন অংশ নিয়েছে।

তবে ছাত্র ইউনিয়নের একাংশ এবং উদীচী শিল্পী গোষ্ঠীর একাংশের পক্ষ থেকে বিবৃতিতে দিয়ে বলা হয়েছে, এই কর্মসূচির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এ ছাড়া গণমিছিলে লাকি আক্তারের অংশ নেওয়ার কথা থাকলেও সমাবেশে তাঁকে দেখা যায়নি।

লিখিত বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সাত দফা দাবি পেশ করেন। দাবিগুলোর মধ্য অন্যতম হলো–ধর্ষণের শিকার হয়ে প্রাণ দেওয়া মাগুরার শিশু আছিয়াসহ সব হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার করা; স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ এবং জুলাই–আগস্ট হত্যাকাণ্ডের বিচার।

সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, ‘শুধু গত সাত মাসেরই নই, আমরা আওয়ামী লীগের সময়েরও খুন ধর্ষণ, নিপীড়নের বিচার দাবি করছি। সাগর-রুনি, তনু, মুনিয়া, আফসানা কোনো হত্যাকাণ্ডেরই এখনো বিচার হয়নি। সরকারের কাজ ছিল অভ্যুত্থানের আহতদের সুচিকিৎসা ব্যবস্থা করা। কিন্তু সরকার নতুন দল নিয়ে ব্যস্ত। তারা এখন পর্যন্ত গণহত্যাকারীদের বিচার করার কোনো উদ্যোগ নেয়নি।’

তিনি বলেন, ‘এ সবের বিরুদ্ধে নামলে একটি স্বার্থান্বেষী মহল আমাদের নানাভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা দমে যাব না। দাবি না মানলে দুর্বার আন্দোলন গড়ে তুলব। প্রয়োজন হলে দেশের এবং রাজধানীর প্রত্যেকটা স্থানে আন্দোলন গড়ে তুলব।’

গণমিছিল স্থগিত করার কথা জানিয়ে মাহির শাহরিয়ার বলেন, ‘আমাদের এ সমাবেশকে কেন্দ্র করে একটি গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। গোয়েন্দা সংস্থা থেকে আমাদের বারবার সংক্ষেপে শেষ করার জন্য সতর্ক বার্তা দেওয়া হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পূর্বঘোষিত শহীদ মিনার থেকে টিএসসি গণমিছিল কর্মসূচি স্থগিত করা হলো।’

ডাকাতির সময় ব্যবসায়ীকে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তাঁর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

কোস্ট গার্ডের সঙ্গে গুলিবিনিময়, ‘ডাকাত’ রফিক আটক

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ

ছাত্রকে চাপা দিয়ে পালানোর সময় ট্রাকচালক গ্রেপ্তার

মোটরসাইকেলে তিন তরুণ, গাড়িচাপায় নিহত দুই

জালিমদের ভয় দেখাতে, শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

গদখালীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে যশোরে বিক্ষোভ

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু