হোম > সারা দেশ

ত্রিশালে জাতীয় কবির স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শনে নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

জাককানইবি প্রতিনিধি

অগ্নিবীণার কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থানসমূহ পরিদর্শন করেছেন কবির নামে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদানের পর আজ বুধবার তিনি এ জায়গাগুলো পরিদর্শন করে শ্রদ্ধা জানান এবং স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। 

উপাচার্য প্রথমে বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ পরিদর্শনে যান। সেখানে তিনি কিছু সময় অবস্থান করেন ও ইনস্টিটিউটের পরিচালক হিসেবে প্রতীকী দাপ্তরিক কাজে অংশ নেন। সেখান থেকে ফেরার পথে তিনি সাংবাদিক সমিতির কার্যালয় পরিদর্শন করেন। এরপর সেখান থেকে তিনি যান নজরুলের জায়গির বাড়ি খ্যাত ত্রিশালের নামাপাড়ার বিচুতিয়া ব্যাপারী বাড়ির কবি নজরুল স্মৃতিকেন্দ্রে। স্মৃতিকেন্দ্র ঘুরে তিনি ব্যাপারী বাড়ির বংশধরদের সঙ্গে কথা বলেন, পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি ফল গাছ রোপণ করেন। 

এরপর উপাচার্য সৌমিত্র শেখর বালক নজরুলের স্মৃতিধন্য বটতলা, যেখানে কবি বাঁশি বাজাতেন সেই স্থানটি পরিদর্শন করেন। সেখান থেকে চলে যান দরিরামপুরের নজরুল একাডেমি প্রাঙ্গণে; যা নজরুলের বাল্যকালের বিদ্যাপীঠ। তিনি স্কুলের শিক্ষকবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও নজরুল যে কক্ষে পাঠ নিয়েছেন সেই শ্রেণিকক্ষটি পরিদর্শন করেন। 
 
পরে তিনি যান ত্রিশালের কাজীর শিমলায়, যেখানে রয়েছে রফিজউল্লাহ দারোগার ভিটেবাড়ি। ভারতের আসানসোল থেকে এই দারোগার হাত ধরেই ত্রিশালে এসে পৌঁছেছিলেন বালক নজরুল। দারোগার ভিটেবাড়িতে এখন গড়ে উঠেছে স্মৃতি পাঠাগার। সেখানে তিনি পাঠাগার ও সংগ্রহশালার বিভিন্ন অংশ ঘুরে দেখেন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। 

পরিদর্শনে উপাচার্যের সফরসঙ্গী ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, পিএস টু ভিসি ও অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদ আনাম, জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. রেজাউদ্দৌলাহ প্রধানসহ অনেকে। 

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

হাদির মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের ছায়া, হত্যাকারীকে গ্রেপ্তারের দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ