Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বেতন-বোনাসের দাবিতে শ্রম ভবনের সামনে শ্রমিকদের অবস্থান ৮ এপ্রিল পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেতন-বোনাসের দাবিতে শ্রম ভবনের সামনে শ্রমিকদের অবস্থান ৮ এপ্রিল পর্যন্ত স্থগিত
গত সাত দিন ধরে শ্রম ভবনের সামনে বকেয়া বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ শ্রমিকদের। ছবি: আজকের পত্রিকা

আগামী ৮ এপ্রিল পর্যন্ত অবস্থান কর্মসূচি বিরতি ঘোষণা দিয়েছেন শ্রম ভবনের সামনে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা। শনিবার রাতে এ ঘোষণা দেন শ্রমিক নেতারা। এ দিন বিকেলে শ্রম মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠকের পর ইফতারের পর আলোচনায় বসেন শ্রমিক নেতারা।

পরে রাতে শ্রমিক নেতা শাহীন আলম বলেন, ‘সম্মিলিতভাবে চারটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো—শ্রম সচিবের প্রস্তাবিত তিন কোটি টাকা (প্রতি জনে ৯৪৭৫ টাকা) শ্রমিকদের বিকাশে বা নগদে না আসা পর্যন্ত শ্রম ভবনে অবস্থান; ৮ এপ্রিল পর্যন্ত অব্ধি শ্রম ভবনের সামনে অবস্থান বিরতি; আগামী ৭ এপ্রিলে গাজীপুর টিএনজেড কারখানার সামনে সমাবেশ এবং ৮ এপ্রিলে সচিবের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিনিধিদের সঙ্গে পুনরায় বৈঠক এবং শ্রম ভবনের সামনে ফের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।’

শাহীন আলম বলেন, ‘যে টাকাটা দিচ্ছে তাতে হয়তো আমরা ৯ বা ১০ হাজার টাকা পাইতে পারি। আমরা দীর্ঘ সাত দিন যাবৎ অবস্থান করছি। এখানে অনেকেই ঈদে বাড়ি যাইতে চায়, পরিবারের সঙ্গে ঈদ করতে চায়। তাই আমরা আগামী ৮ তারিখ পর্যন্ত অবস্থান বিরতি রাখার সিদ্ধান্ত নিচ্ছি।’

এর আগে বিকেলে টিএনজেড গ্রুপের শ্রমিকদের বেতন-বোনাসের জন্য আপাতত ২ কোটি টাকার ব্যবস্থা করা হবে বলে জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। তবে শ্রম সচিবের প্রস্তাব প্রত্যাখ্যান করেন শ্রমিক নেতৃবৃন্দ।

পরে ৩ কোটি টাকা দেওয়া প্রস্তাব করেন শ্রম সচিব। একই সঙ্গে আগামী ৮ এপ্রিল পুনরায় বৈঠকের কথা জানান। এ ছাড়াও বেতন সম্পূর্ণ পরিশোধ না করা পর্যন্ত মালিকপক্ষের তিন কর্মকর্তাকে পুলিশ হেফাজতে রাখার কথাও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, বকেয়া বেতন-বোনাসের দাবিতে গত ২৩ মার্চ থেকে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন টিএনজেড গ্রুপের তিনটি কারখানার শ্রমিকেরা।

কালকিনিতে ঘরে ঢুকে কুপিয়ে মাছচাষির হাত বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা

শেরপুরে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

লালপুরে স্ত্রী-সন্তানের সঙ্গে রাগ করে নিজের বাড়িতে আগুন

ঈদ আনন্দ সঙ্গী করে ফিরছেন ঢাকাবাসী, কমলাপুর রেলস্টেশনে ভিড়

হবিগঞ্জে যুবদল নেতার ফেসবুক পোস্টে মন্তব্য, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে আহত ১০

জগন্নাথপুরে অনুমতিবিহীন বাউলসন্ধ্যার আসর বন্ধ করে দিল প্রশাসন

নগরকান্দায় কিশোরের লাশ উদ্ধার, নেশা করতে গিয়ে মৃত্যু বলছে পরিবার

অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি: একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গৃহবধূর মৃত্যু

পর্যটকে আতঙ্কিত প্রাণীরা, চিন্তিত বন বিভাগ