Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে সড়কে ফেলে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে সড়কে ফেলে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীতে স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার সবুজ খন্দকার। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরীতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দিনদুপুরে ছুরিকাঘাতে চাঁদনী খাতুন (২২) নামের পোশাকশ্রমিক খুন হয়েছেন। পারিবারিক কলহের জেরে তাঁর স্বামী তাঁকে হত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চাঁদনীর স্বামী সবুজ খন্দকারকে (২৯) গ্রেপ্তার করেছে।

গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বন্দর থানার দক্ষিণ-মধ্যম হালিশহর ধুমপাড়া এলাকা থেকে সবুজকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

চাঁদনী খুলনার দাকোপ উপজেলার খাজুরিয়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে। তিনি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) এভারটোব বাংলাদেশ লিমিটেড নামের একটি কারখানার শ্রমিক ছিলেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, গতকাল বিকেলে সিইপিজেডের কর্মস্থল থেকে চাঁদনী খাতুন নিজ বাসায় ফিরছিলেন। এ সময় দক্ষিণ-মধ্যম হালিশহরের খাজা খিজির রোডে একটি দোকানের সামনে তাঁর স্বামী সবুজ পারিবারিক কলহের জেরে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সবুজ তাঁর কোমর থেকে ছুরি বের করে চাঁদনীর গলা, মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন। পরে তিনি রক্তমাখা ছুরি সেখানে ফেলে পালিয়ে যান। স্থানীয় লোকজন এগিয়ে এসে ওই নারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সুলতান আহসান আরও বলেন, ঘটনার পরপরই পুলিশের রক্তমাখা ছুরি উদ্ধারের পাশাপাশি একাধিক দল হত্যাকাণ্ডের সূত্র উন্মোচনের জন্য মাঠে নামে। পরে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সবুজের অবস্থান শনাক্ত করে। একপর্যায়ে তাঁকে ধুমপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামির রক্তমাখা শার্ট জব্দ করা হয়।

বন্দর থানার ওসি আরও বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই দম্পতি পারিবারিক কলহের জেরে এক মাস আগে আলাদা থাকতে শুরু করেন। হত্যার ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লবণের মাঠ দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলি, আহত অর্ধশতাধিক

আ.লীগের ঝটিকা মিছিল: খুলনা বারের সাবেক সভাপতি গ্রেপ্তার

বিশেষ ক্ষমতা আইনের মামলায় আ.লীগ নেতা আমজাদ কারাগারে

মুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে যুবদল নেতা আটক

আটাব কমিটিকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল বাণিজ্য মন্ত্রণালয়

খুলনায় বিএনপি নেতার নেতৃত্বে সড়ক ভবনে হামলা, প্রহরী লাঞ্ছিত

সড়কে বর্জ্য ফেলে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতিবাদ

কলাবাগানে দরজা ভেঙে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

থানা থেকে ব্যাটারি চুরি, এসপির কাছে অভিযোগ

পরীমণির বিরুদ্ধে সেই গৃহকর্মীর মামলা, তদন্তে পিবিআই