যাত্রীবাহী ট্রেনের টিকিট ফের ধারণক্ষমতার অর্ধেক বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এ নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।
নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। এছাড়া স্বাস্থ্যবিধি ও করোনার সংক্রমণরোধে অন্যান্য বিধি অনুসরণ করে ট্রেনে যাত্রী ও মালপত্র পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫ হাজার ১৮১ জন। গত বছরের ২ জুলাইয়ের পর এটিই এক দিনে সর্বোচ্চ সংক্রমণ। আর একই সময় মৃত্যু হয়েছে ৪৫ জনের।