শ্রীমঙ্গলে রিসোর্টে পর্যটক খুন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ২১: ০১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেমন গার্ডেন রিসোর্টে শফিকুল ইসলাম (৩৮) নামে এক পর্যটক খুন হয়েছে। আজ রোববার সন্ধ্যায় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সর্দার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

ওসি বলেন, ‘চার জন এক সঙ্গে ঘুরতে আসে। ৩ জন মিলে এক জনকে খুন করে পালিয়ে যায়। বিস্তারিত তথ্য সংগ্রহে পুলিশ কাজ করছে।’ 

ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ মার্ডার হয়েছে। মার্ডারের বিষয়ে বিস্তারিত তথ্য নিতে আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত একটু পরে জানাতে পারবো।’ 

ঘটনার বিষয়ে জানতে রিসোর্টের মালিক সেলিম আহমদকে মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

সিলেটে সড়কের পাশে পড়ে ছিল যুবকের রক্তাক্ত লাশ, পুলিশের ধারণা, সড়ক দুর্ঘটনা

টিসিবির উপকারভোগী তালিকায় কলেজ প্রভাষক-ব্যবসায়ী

কনকনে শীতে বিপাকে গাংনীর খেটে খাওয়া মানুষেরা

জাতি-গোষ্ঠী শব্দ ব্যবহার করে বলতে চাই, সবার সমান অধিকার: ড. সৈয়দ জামিল