হোম > সারা দেশ

বাড়িতে ককটেল রাখায় জেএমবি সদস্যের ৩ বছরের কারাদণ্ড

প্রতিনিধি, নওগাঁ

বাড়িতে ককটেল রাখার দায়ে হাতেম আলী (৫৫) নামে এক জেএমবি সদস্যকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।    

আজ মঙ্গলবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি হাতেম আলী মান্দা উপজেলার তালপাতিলা গ্রামের বাসিন্দা।  

মামলার নথি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল ২০১৬ সালের ১২ জুন রাত ৩টার দিকে হাতেম আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম ওজনের তিনটি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জনমনে আতঙ্ক ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে হাতেম আলীর বিরুদ্ধে মান্দা থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। তদন্ত শেষে ২০১৬ সালের ৫ অক্টোবর হাতেম আলীর বিরুদ্ধে আদালতে  অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা।

আসামির বিরুদ্ধে মামলা চলাকালে রাষ্ট্রপক্ষ মোট ১১ জন সাক্ষী উপস্থাপন করেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি হাতেম আলী আদালতে উপস্থিত ছিলেন।  

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, অতিরিক্ত সরকারি কৌঁসুলি সঞ্জিব কুমার সরকার ও আসামি পক্ষে আবু জাহিদ মো. রফিকুল আলম।

চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ, চা-শ্রমিকদের বিক্ষোভ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরে অস্ত্রোপচারে সম্মতি দিয়েছে পরিবার: ইনকিলাব মঞ্চ

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

কলাবাগানে পড়ে ছিল রিকশাচালকের মরদেহ

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৭

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার