Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

ভোলা জেনারেল হাসপাতালে ঈদের আমেজ কাটেনি, সেবা পাচ্ছে না রোগীরা

ভোলা সংবাদদাতা

ভোলা জেনারেল হাসপাতালে ঈদের আমেজ কাটেনি, সেবা পাচ্ছে না রোগীরা
হাসপাতালে চিকিৎসকের অপেক্ষায় রোগীরা। ছবি: আজকের পত্রিকা

ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষে রোববার সরকারি অফিস-আদালত খুললেও এখনো ঈদের আমেজ কাটেনি ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসকদের।

রোববার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতাল ঘুরে দেখা গেছে, হাসপাতালের অনেক চিকিৎসকের কক্ষেই তালা ঝুলছে। তাঁরা ঈদের ছুটির পর এখনো কর্মস্থলে ফেরেননি। ফলে রোগীরাও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

হাসপাতালে চিকিৎসকের অপেক্ষায় রোগীরা। ছবি: আজকের পত্রিকা
হাসপাতালে চিকিৎসকের অপেক্ষায় রোগীরা। ছবি: আজকের পত্রিকা

সরেজমিন দেখা গেছে, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে বহু রোগী সকাল থেকে চিকিৎসকের অপেক্ষায়। কিন্তু চিকিৎসকের দেখা পাননি।

হাসপাতালের দ্বিতীয় তলায় ২০৪ নম্বর কক্ষের সামনে চিকিৎসকের অপেক্ষা করছেন আবু ছায়েদ নামে ষাটোর্ধ্ব এক রোগী। ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এই ক্ষুদ্র ব্যবসায়ী ছায়েদ বলেন, ‘পায়ের সমস্যা নিয়ে আমি সকাল ৯টায় হাসপাতালে এসে টিকিট কেটে বসে আছি। কিন্তু সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোনো চিকিৎসকের দেখা পাইনি।’

হাসপাতালে চিকিৎসকের অপেক্ষায় রোগীরা। ছবি: আজকের পত্রিকা
হাসপাতালে চিকিৎসকের অপেক্ষায় রোগীরা। ছবি: আজকের পত্রিকা

একইভাবে ওই কক্ষের সামনে শরীর ব্যথা ও গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে সকাল ৯টা থেকে মেঝেতে বসে আছেন পশ্চিম ইলিশা ইউনিয়নের হোমিও চিকিৎসক ইব্রাহিম খলিল (৩৮)। তিনিও ডাক্তার দেখাতে পারেননি।

চর সামাইয়া ইউনিয়নের বাবুল নামের এক বৃদ্ধ বলেন, ‘আমার আঙুলের ব্যথা নিয়ে সকাল সোয়া ৯টায় এসেছি হাসপাতালে। অথচ ডাক্তার না থাকায় প্রায় দেড় ঘণ্টা ধরে হাসপাতালেই অবস্থান করছি।’

শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের বৃদ্ধা মারফাজা বেগম (৬০) পায়ে ব্যথা নিয়ে সকাল ১০টায় এসে চিকিৎসকের অপেক্ষায় বসে আছেন। কিন্তু চিকিৎসকের দেখা পাননি তিনি।

একই গ্রামের গৃহবধূ আনজু বলেন, ‘আমি জ্বর ও কোমরব্যথা নিয়ে দুই দিন ধরে হাসপাতালে এসে ডাক্তারের দেখা না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছি।’

হাসপাতালে চিকিৎসকের অপেক্ষায় রোগীরা। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাইয়েবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে ডাক্তারসহ আমাদের একটা মিটিং ছিল। তাই কিছুক্ষণের জন্য হয়তো চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে। এ ছাড়া এই হাসপাতালে চিকিৎসকের সংকটও রয়েছে। তবে এর মধ্যেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

লবণের মাঠ দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলি, আহত অর্ধশতাধিক

আ.লীগের ঝটিকা মিছিল: খুলনা বারের সাবেক সভাপতি গ্রেপ্তার

বিশেষ ক্ষমতা আইনের মামলায় আ.লীগ নেতা আমজাদ কারাগারে

মুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে যুবদল নেতা আটক

আটাব কমিটিকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল বাণিজ্য মন্ত্রণালয়

খুলনায় বিএনপি নেতার নেতৃত্বে সড়ক ভবনে হামলা, প্রহরী লাঞ্ছিত

সড়কে বর্জ্য ফেলে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতিবাদ

কলাবাগানে দরজা ভেঙে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

থানা থেকে ব্যাটারি চুরি, এসপির কাছে অভিযোগ

পরীমণির বিরুদ্ধে সেই গৃহকর্মীর মামলা, তদন্তে পিবিআই