ঝালকাঠির নলছিটিতে নদীতে মাছ ধরতে গিয়ে লঞ্চের ধাক্কায় রায়হান (১১) নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার গৌরীপাশা এলাকার রিয়াজ ইটভাটাসংলগ্ন সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে। এ সময় আহত অবস্থায় নদী থেকে বিপ্লব নামে অপর এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে আগত একটি লঞ্চ বরগুনা যাওয়ার সময় গৌরীপাশা রিয়াজ ইটভাটা সংলগ্ন থেকে অতিক্রম হওয়ার সময় নদীতে থাকা মাছের ট্রলারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রলারের থাকা বিপ্লব ও রায়হান নদীতে পড়ে যায়। পরে বিপ্লবকে উদ্ধার করলেও রায়হানকে উদ্ধার করা যায়নি।
স্থানীয়রা নলছিটি ফায়ার সার্ভিসকে খবর দিলে তাঁরা বরিশালের ডুবুরি দলকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে নদীতে খুঁজতে শুরু করে। এখন পর্যন্ত (বিকেল ৪টা) তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ রায়হান নলছিটি পৌর এলাকার গৌরীপাশা গ্রামের মোহাম্মদ আলী মল্লিকের ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রায়হান উপজেলার মল্লিকপুর জামিয়া মোহাম্মাদিয়া জয়নাল আবেদীন কওমি মাদ্রাসার নুরানি শাখার ছাত্র। শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে বাড়িতে যায়। ওষুধ কেনা ও ঈদে নতুন পোশাক কেনার জন্য টাকার আশায় প্রতিবেশী জেলে বিপ্লব সঙ্গে নদীতে মাছ ধরতে যায়। বাবা মোহাম্মদ আলি কৃষি কাজ করেই সংসার চালায়। কিন্তু কিছুদিন আগে ট্রাক্টর মেশিন চুরি হয়ে যাওয়ায় অর্থনৈতিক সংকটে পড়ে। টাকার জন্য নদীতে মাছ ধরতে যায় ছোট্ট রায়হান।
উদ্ধারের বিষয় নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মো. মফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ট্রলার নিয়ে শিশুটিকে খোঁজাখুঁজি করে উদ্ধারের চেষ্টা চালায়। আমাদের স্টেশনে ডুবুরি না থাকায় বরিশাল নৌ ফায়ার স্টেশনে খবর দিয়ে একটি ডুবুরি দল নিয়ে আসা হয়। নদীতে তীব্র স্রোত থাকার কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি।’