ঢাকা: বাংলাদেশে আসছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনের (গ্যাভি) কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় ফাইজারের অন্তত ১ লাখ ৬ হাজার ডোজ করোনার টিকা।
আগামী ২ জুন দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। আজ মঙ্গলবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক মঙ্গলবার টেলিফোনে গ্যাভি থেকে ভ্যাকসিন পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত দুই ডোজ মিলে ৯৫ লাখ ৭৬ হাজার ৯৩৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জন প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজ পেয়েছেন মাত্র ৩৭ লাখ ৫৭ হাজার ২৩ জন। ফলে অপেক্ষমাণ ২১ লাখ। আর মজুত আছে পাঁচ লাখের কিছু বেশি। ফলে ১৪ লাখের বেশি মানুষের দ্বিতীয় ডোজ পাওয়া অনিশ্চিত।