Ajker Patrika
হোম > সারা দেশ

ঘুষ নিয়ে জুয়াড়িদের ছেড়ে দেওয়ায় প্রত্যাহার ২ এএসআই

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘুষ নিয়ে জুয়াড়িদের ছেড়ে দেওয়ায় প্রত্যাহার ২ এএসআই

টাঙ্গাইলের মির্জাপুরে জুয়ড়িদের ধরে থানায় না নিয়ে এসে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে থানা-পুলিশের দুই সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার ওই দুই এএসআইকে প্রত্যাহার করা হয় বলে আজ রোববার নিশ্চিত করেছেন মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন। 

প্রত্যাহার হওয়া ব্যক্তিরা হলেন এএসআই মনির হোসেন ও এএসআই মো. রেজাউল। 

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি ভাওড়া ইউনিয়নে ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে যান এএসআই মনির ও রেজাউল। সেখানে সোর্সের মাধ্যমে জানাতে পারেন, ভাওড়া চাঁনপুর এলাকার একটি পরিত্যক্ত ঘরে জুয়ার আসর বসেছে। সেখানে অভিযান চালিয়ে সমেজ ও রাসেলসহ কয়েক জুয়াড়িকে আটক করেন তাঁরা। পরে অভিযোগ ওঠে, ঘুষ নিয়ে ওই জুয়াড়িদের ছেড়ে দিয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। 

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন স্থানীয়রা। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নির্দেশে থানা-পুলিশ তদন্তে নামে। তদন্তে সত্যতা পেলে পুলিশ সুপারের নির্দেশে এএসআই মনির ও এএসআই রেজাউলকে গত বৃহস্পতিবার মির্জাপুর থানা থেকে প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে নেওয়া হয়। 

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) বলেন, পুলিশ সুপারের নির্দেশে এএসআই মনির ও এএসআই রেজাউলকে প্রত্যাহার করা হয়। পরে তাঁদের টাঙ্গাইল পুলিশ লাইনে নেওয়া হয়েছে। 

আঁখির আয়ের উৎস ‘মায়ের স্মৃতি’ মাটির গয়না

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

বাটার মোড়ের জিলাপি ছাড়া ইফতারই অপূর্ণ

মাছি দমনে ‘ফ্রুট ফ্লাই ট্র্যাপ’

বিলের মাঝে ৩ কোটির সেতু

২০০ ভাটার ১৯২টিই অবৈধ, নীরব প্রশাসন

ওষুধ নেই, সংকট লোকবলেরও

তক্তা দিয়ে চিত্রা নদী পারাপার

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ