Ajker Patrika
হোম > সারা দেশ

পাইকগাছায় শারীরিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় শারীরিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

খুলনার পাইকগাছায় এক শারীরিক প্রতিবন্ধীকে (৩০) ধর্ষণের অভিযোগে লিটু মণ্ডল (৩১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষিতাকে ২২ ধারা জবানবন্দি শেষে আজ সোমবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, গত শুক্রবার সকাল ৮টার দিকে সুভাষ মণ্ডলের ছেলে লিটু মণ্ডল হাঁস খোঁজার নাম করে প্রতিবন্ধীর বাড়িতে যান। এ সময় তাঁদের বাড়িতে কেউ না থাকার সুবাদে প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করেন লিটু। ধর্ষণ করে কাউকে না বলার জন্য চাপ সৃষ্টি করেন। মেয়ের মা বাড়িতে এলে মেয়ে তাঁকে সব বলেন। পরে ধর্ষণের শিকার ওই মেয়ের ভাই বাদী হয়ে লিটু মণ্ডলের নামে ধর্ষণ মামলা করেন। পুলিশ তাৎক্ষণিক কপিলমুনি বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে লিটু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবন্ধীকে আজ সোমবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারা জবানবন্দি শেষে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। আটক লিটু মণ্ডলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

জাবি প্রশাসন শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে

ভূমি অধিগ্রহণে দুর্নীতি, ২৩ জনের নামে মামলা

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

বিস্ফোরক মামলায় ‘জয় বাংলা’ কারাগারে

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি