হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাবেক কাউন্সিলর টিপু হত্যায় গ্রেপ্তার আরও ৩, অস্ত্র উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ২২: ৩৫
খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু। ছবি: সংগৃহীত

কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগের নেতা গোলাম রব্বানী টিপু হত্যা মামলায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন কক্সবাজার পুলিশ সুপার মো. রহমত উল্লাহ। তিনি বলেন, গ্রেপ্তার তিনজন হত্যার সঙ্গে সরাসরি জড়িত।

গ্রেপ্তার তিনজন হলেন—শাহরিয়ার পাপ্পু (২৯), গোলাম রসুল (২৫) ও ঋতু (২৩)। মৌলভীবাজার জেলার জুড়ি থানাধীন কাপনা পাহাড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি খুলনায় বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ নিয়ে হত্যাকাণ্ডে পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্রসৈকতসংলগ্ন হোটেল সি-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু। পরদিন শুক্রবার নিহতের ভগ্নিপতি ইউনুছ আলী শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা করেন।

বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল গোল্ডেন হিলে ওঠেন গোলাম রব্বানী টিপুসহ তিনজন। হোটেলের অভ্যর্থনাকক্ষের একটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে এক নারীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান। এরপর রাত ৮টা ২০ মিনিটের দিকে দুর্বৃত্তের গুলিতে নিহত হন টিপু।

আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা: ২ জন আটকের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম

প্রশাসনের জব্দকৃত দুটি এস্কেভেটর উধাও, ৮ মাস পর চুরির মামলা জিম্মাদারের

শাহবাগ মেট্রো স্টেশনের নিচে পথশিশু ধর্ষণের শিকার

যারা ইচ্ছাকৃতভাবে অন্যায় করেছে তাদের বিচার হবে: আইজিপি

সেকশন