Ajker Patrika
হোম > সারা দেশ

পাথরবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে খালে

লালমোহন (ভোলা) প্রতিনিধি

পাথরবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে খালে

ভোলার লালমোহন উপজেলার ভোলা-চরফ্যাশন সড়কের ডাওরী বাজারের বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভোলা-চরফ্যাশন সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। 

জানা গেছে, ভোলা-চরফ্যাশন সড়কের প্রশস্তকরণ কাজ চলমান থাকায় সাময়িক সময়ের জন্য ওই ব্রিজ দেওয়া হয়েছিল। এর পাশেই নতুন করে বেইলি ব্রিজ নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। 

স্থানীয়রা বলেন, আজ সকালের দিকে পাথরবোঝাই একটি ট্রাক বেইলি ব্রিজ পার হচ্ছিল। এ সময় ব্রিজটি ভেঙে ট্রাকটি খাদে পড়ে যায়। অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে ব্রিজটি ভেঙে গেছে বলে ধারণা করছে পুলিশ। এদিকে, ব্রিজটি ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। কোনো বাস পারাপার হতে পারছে না। তাই বিকল্প ব্যবস্থায় যাত্রীরা নৌকায় পারাপার হচ্ছেন। 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিজটি মেরামতের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। 

ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

সিলেটে পাঁচ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আটক ৫

ঝুট ব্যবসা নিয়ে নারায়ণগঞ্জ ইপিজেডে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা