Ajker Patrika
হোম > সারা দেশ

৭০ বছরের বৃদ্ধা হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

৭০ বছরের বৃদ্ধা হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর

কুমিল্লার মুরাদনগরে ৭০ বছরের এক বৃদ্ধ নারীকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ বুধবার সকালে উপজেলার দারোগা ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। 

মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সোহেল, সাবেক ইউপি সদস্য মো. জসিম উদ্দিন, নিহত ব্যক্তির ছেলে মো. নজরুল ইসলাম, মো. সালাম হাজি, মো. রহিম হাজি, জয়নাল আবেদীন, অলিউল্লাহ সুলতানি, আরব আলী, দেলোয়ার হাজি, আবদুল মালেক, ফিরোজ মিয়া মো. রুবেল মিয়া, মো. মনির হোসেন, মো. জাকির হোসেন, শেফালি আক্তার, শিল্পী আক্তার, মর্জিনা আক্তার প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বৃদ্ধ মমতাজকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার তিন মাস পার হলেও প্রকৃত হত্যাকারীর কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। বরং কালক্ষেপণ করে এ মামলার প্রকৃত আসামিদের পালানোর সুযোগ করে দিয়েছে। আমরা এ মামলা দ্রুত ডিবি বা পিবিআইর হস্তান্তরের দাবি জানাই।’ 

মানববন্ধনে নিহত ব্যক্তির ছেলে মো. নজরুল ইসলাম বলেন, ‘পুলিশ একজনকে আটক করেছে। আটক আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে এবং এ হত্যাকাণ্ডে কে কে জড়িত তাদের নামও বলেছে। কিন্তু তিন মাস অতিবাহিত হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমার মা বাড়িতে একা থাকতেন। তাঁকে এ সুযোগে গলা কেটে হত্যা করা হয়েছে। আমি প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবি জানাই। এ মামলাটি ডিবি পুলিশ অথবা পিবিআইয়ের তদন্তের দাবি জানাই।’ 

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিম জানান, এ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে যাদের নাম বলা হয়েছে তারা এখন পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

উল্লেখ্য, চলতি বছরের ৯ মার্চ রাতে মমতাজ বেগম নামে এক বৃদ্ধ নারীকে নিজ ঘরে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। 

হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ইউএনও দপ্তরের নাজিরকে মারপিট, থানা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

জাফলংয়ে জুমপাড় বাঁধ রক্ষার দাবি, চার দফা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ছোট্ট শিশুটির বড় বিপদ

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

‘পাহাড়খেকো’ জসিম তিন মামলায় গ্রেপ্তার

যশোরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩

পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত, মধ্য রমজান থেকে ব্যবসা বাড়ার আশা

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ, রাবি উপাচার্য অবরুদ্ধ