ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেপ্তার হয়েছেন।
স্বপন মিয়া (৫০) নামে এই ব্যক্তি কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
আজ মঙ্গলবার তাঁকে গ্রেপ্তারের পর আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে বলে আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ দেওয়ান মোর্শেদুল হক জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, সকালে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশনের বহির্গমন ডেস্কে স্বপন মিয়া পাসপোর্ট জমা দেন। যাচাই-বাছাই করার সময় ডেটাবেইজে তাঁর পাসপোর্টটি ‘কালো’ দেখায়।
ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তাঁর বিরুদ্ধে গত বছরের ৮ ডিসেম্বর তিতাস থানায় হত্যা মামলা হয়, সেই মামলায় তিনি আদালতের পরোয়ানাভুক্ত আসামি।