হোম > সারা দেশ

চিলমারীতে বন্যার আরও অবনতি, ৭২ শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি। উজানের ঢল ও টানা বর্ষণ হওয়ায় পানিতে উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি ওঠায় উপজেলায় অন্তত ৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সালেহ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, গত বৃহস্পতিবার রাত থেকে চিলমারীতে আকস্মিক বন্যা শুরু হয়। এর মধ্যে উপজেলার রমনা ইউনিয়ন, অষ্টমীর চর, নয়ারহাট, রাণীগঞ্জ ও চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকার অবস্থা সবচেয়ে ভয়াবহ। রাস্তাঘাট, ঘরবাড়িসহ সরকারি-বেসরকারি অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকেছে। প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের চিলমারী পয়েন্টের গেজরিডার মো. জোবায়ের রহমান বলেন, আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত পানি বেড়ে বিপদসীমার ৩৬ সেন্টিমটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
এদিকে বন্যাদুর্গত এলাকায় শুকনা খাবার, সুপেয় পানি ও গো খাদ্যের সংকট দেখা দিয়েছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, প্রশাসনের পক্ষ থেকে সব সময় খোঁজখবর রাখা হচ্ছে। বন্যাকবলিত এলাকার মানুষদের জন্য ৩০ মেট্রিক টন চাল ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। শিগগিরই দুর্গত মানুষদের মাঝে বিতরণ করা হবে।

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতিতে

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

কোন্দলই বিএনপির বড় সংকট

ধানমন্ডি ৩২ নম্বরে মাঝরাতে আগুন-ভাঙচুর

ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর-আগুন

প্রথম আলো বা ডেইলি স্টারে হামলার পক্ষে না: আবরার ফাইয়াজ