হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গৃহবধূর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর মুগদাতে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সুমী আক্তার (২৫) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সারে ৯টার দিকে মুগদা—মানিকনগর ওয়াসা রোডে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে। গুরুতর আহত সুমীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত দেড়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতের প্রতিবেশী মেজবাহ উদ্দিন জানান, সুমী গৃহিণী ছিলেন। পাশাপাশি টিউশনি করতেন। মানিকনগর ওয়াসা রোডে স্বামী মাহফুজ রহমানকে নিয়ে থাকতেন সুমী। তাঁর বাবার নাম সাজু মিয়া।

মেজবাহ উদ্দিন আরও বলেন, টিউশনি শেষে বাসায় ফিরছিলেন সুমী। বাসার কিছুটা দূরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে স্বজনরা ওই নারীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

৭ ঘণ্টা পর ঝালকাঠির অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

প্রবাসীর স্ত্রীর বঁটির কোপে ভাশুর নিহত

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত