হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় কাউন্টার ভিত্তিক বাসসেবা চালু

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরীতে চালু হলো ই-টিকিটিং পদ্ধতি ও কাউন্টারভিত্তিক বাস সার্ভিস। নতুন পদ্ধতিতে গাজীপুর-ঢাকা সড়কের বিভিন্ন রুটে প্রথম অবস্থায় ২১টি কোম্পানির ২ হাজার ৬১০টি বাস চলবে। সব গাড়ির রং থাকছে গোলাপি।

রাজধানীর উত্তরার আজমপুরে গতকাল বৃহস্পতিবার দুপুরে এই সেবা চালু করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে যেসব রুট ধরে ঢাকায় বাস ঢোকে সেখান থেকে প্রাথমিকভাবে চারটি অংশে কাউন্টার পদ্ধতিতে বাস চালানো হবে। এর মধ্যে গাজীপুর-আবদুল্লাহপুর থেকে আসা বাস; মানিকগঞ্জ-ধামরাই-সাভার হয়ে ঢাকায় প্রবেশ করা বাস; বছিলা-মোহাম্মদপুর থেকে আসা বাস ও মিরপুর থেকে ছাড়া বাসগুলোকে মাসখানেকের মধ্যে কাউন্টার পদ্ধতিতে আনা হবে। এই কার্যক্রম শুরু করা হবে আবদুল্লাহপুর অংশের বাস দিয়ে। এর জন্য একশটি বাস গোলাপি রং করে প্রস্তুত করা হয়েছে। এসব বাসে ই-টিকিটিং ব্যবস্থা রাখা হয়েছে।

এই সেবা উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি রাজধানীর ট্রাফিক ব্যবস্থা তুলে ধরে বলেন, ঢাকার ট্রাফিক ব্যবস্থা ভঙ্গুর-বিশৃঙ্খল, এটা উপস্থাপনের যোগ্য নয়। বাসগুলো গরু মহিষের মতো ধাক্কা মারে বলেও মন্তব্য করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, ‘ট্রাফিক ব্যবস্থা এত ভঙ্গুর, এত বিশৃঙ্খল; সেটি আর উপস্থাপনের যোগ্য নেই। একটি বাস, আরেকটি বাসকে গরু মহিষের মতো ধাক্কা মারে। ফেসবুক, এখানে সেখানে নিয়ে আমাদের অনেক উপহাস করা হয়। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পিঠে বড়শি গেঁথে শূন্যে ঘুরছিলেন অরবিন্দ, নিচে হাজারো মানুষের ভিড়

ঈদে আতশবাজি ফোটানো নিয়ে ঝগড়া: রাজৈরে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

শ্রীপুরে ঘরে ঝুলছিল নারী পোশাককর্মীর লাশ, পাশে ‘প্রেমিক’কে লেখা চিরকুট

বরিশালে ভাইয়ের স্ত্রী ও ভাতিজার হামলায় বৃদ্ধ নিহত

কর্মকর্তাদের সংবর্ধনা শিক্ষকদের চাঁদায়

চিকিৎসক-সংকটে সেবা কার্যক্রম চলছে খুঁড়িয়ে

আবাদি জমি-জলাশয় ভরাট করে আবাসন

ছাত্রীদের শোয়ার ঘরে সিসি ক্যামেরা: সেই মাদ্রাসা বন্ধের নির্দেশ

ঠাকুরগাঁওয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে দুই পক্ষের সংঘর্ষ

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন