ভোলার ইলিশায় ৩০০ যাত্রী নিয়ে ডুবোচরে আটকা পড়েছে একটি বাল্কহেড (নৌযান)। এমবি জাকারিয়া জিহাদ-১ নামের যানটি গতকাল শনিবার রাতে আটকে যায়। সেখান থেকে যাত্রীদের নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
আজ রোববার কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল রাত ৮টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটের কাছে ডুবোচরে লক্ষ্মীপুর থেকে ইলিশাগামী নৌযানটি আটকে যায়। এ সময় একজন যাত্রী মোবাইল ফোনে কল করে কোস্ট গার্ডকে বিষয়টি জানান। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ইলিশার পাঁচ সদস্যের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদে ইলিশা লঞ্চঘাটে স্থানান্তর করেন।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম জানান, যাত্রী পরিবহনের অনুমোদন এবং ফিটনেস সার্টিফিকেট না থাকা সত্ত্বেও ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করায় তিনজন ক্রুসহ বাল্কহেডটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।