হোম > সারা দেশ

গোলাগুলির ঘটনা অনুসন্ধানে গিয়ে বিপুল ইয়াবা উদ্ধার

প্রতিনিধি, মহেশখালী (কক্সবাজার) 

কক্সবাজারের মহেশখালী পৌরসভার মেয়রপদপ্রার্থী মকছুদ মিয়া ও তার চাচাতো ভাই সালাউদ্দিনের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গভীর রাতে গোলাগুলির ঘটনা ঘটে। পরে সেই ঘটনা অনুসন্ধানে গিয়ে পুড়ে যাওয়া একটি প্রাইভেটকার থেকে ৬ লাখ ২২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে পৌর এলকার গোরকঘাটায় এ ঘটনা ঘটে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হাই বলেন, দুইপক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই দলের লোকজনই পালিয়ে যায়। পরে তাদের পোড়ানো একটি প্রাইভেট কার, তিনটি মোটর সাইকেল জব্দ করা হয়। ক্ষতিগ্রস্ত কারটির জব্দ তালিকা তৈরি করতে গিয়ে ইয়াবাগুলোর সন্ধান মেলে।

এলাকাবাসী সূত্র জানায়, প্রথমে গোরকঘাটা বাজারে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মকছুদ মিয়ার নির্বাচনী অফিসে হামলা চালান তারই  চাচাতো ভাই সালাউদ্দিনের নেতৃত্বে কয়েকজন যুবক। এসময় মকছুদ সেখানে ছিলেন।  

মকছুদ মিয়া অভিযোগ করেন, তাকে রক্ষা করতে গিয়ে তার সমর্থক নুর হোসেন (৪০), কাউছার (৩০) ভুবন (৩৫), শামসুদ্দিন (৩৪) গুলিতে আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, রাতে গোলাগুলির খবর পেয়ে থানার ওসির নেতৃত্বে পুলিশ ঘটনস্থলে যায়। সেখান থেকে পুলিশ কিছুক্ষণ পর সালাহউদ্দিনের সিকদারপাড়ার গ্যারেজে আগুন লাগার খবরে ছুটে যায়।

ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভানোর পর প্রাইভেট কারটি পুলিশ জব্দ করে এবং আলামতের তালিকা করার সময় ইয়াবা খুঁজে পায়।

তিনি জানান, সালাহউদ্দিন পুলিশের তালিকাভুক্ত একজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী।

দুই পরিবারেই ইয়াবা ব্যবসা

পুলিশের খাতায় সালাহউদ্দিন জেলার অন্যতম শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। তার রয়েছে মিয়ানমার কেন্দ্রিক বিশাল নেটওয়ার্ক। অতীতে ইয়াবা নিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছিল। কিন্তু জামিনে বেরিয়ে ফের ইয়াবা কারবারে জড়িয়ে পড়ে। তার স্ত্রী জোসনাও ইয়াবা নিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। 

এছাড়া সালাহউদ্দিনের ভাই পৌরসভার ৮নং ওয়াডের কাউন্সিলর মিশকাত সিকদারও ঢাকা থেকে ইয়াবা নিয়ে গ্রেপ্তার হন।

অপরদিকে মেয়র মকছুদ মিয়ার ছেলে মিরাজ উদ্দিন নিশানও সম্প্রতি ঢাকার এলিফেন্ট রোড়ের কলাবাগান থেকে ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন।

মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, গতমাসে কক্সবাজারের চৌফলদন্ডী এলাকায় পৌনে ১৮ লাখ ইয়াবা উদ্ধারের পর এটিই জেলায় বড় কোনো ইয়াবার চালান জব্দ করা হলো। সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সালাহউদ্দিনকে প্রধান আসামি করে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা দায়ের করেছে।

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করলেন চালক

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের