হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ দফা মাইন বিস্ফোরণ, মরল কুকুর ও বন্য শূকর

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পুঁতে রাখা হয় এ রকম স্থলমাইন। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের চামুছির শিয়ার অদূরে ২ দফা স্থলমাইন বিস্ফোরণে একটি কুকুর ও একটি বন্য শূকর মারা গেছে। আজ সোমবার বিকেলে ও রাতে পৃথক এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রগুলো জানায়, এ সীমান্তে বর্তমানে চোরাচালান বেড়েছে। এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে মিয়ানমার অংশের রাখাইনের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি আর এ দেশের কিছু চোরাকারবারি। সম্প্রতি আরাকান আর্মি ৪৯ নম্বর সীমান্ত পিলারের ১ কিলোমিটার ভেতরে চোরাই পণ্যের হাট বসিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের চোরাকারবারিদের চলাচলের সুযোগ করে দেয়। তবে বাংলাদেশ থেকে সে হাটে যারা যায়, তাদের কাছ থেকে ৫০০ টাকা চাঁদা নেয় আরাকান আর্মি।

সূত্র আরও জানান, এ চাঁদা আদায় করতে আরাকান আর্মি নির্দিষ্ট একটি গেট ব্যবহার করে। বাকি পাহাড়ি এলাকায় স্থলমাইন বসিয়ে আতঙ্কে রাখে ব্যবসায়ীদের; যাতে তাদের সেই ৫০০ টাকা হাতছাড়া না হয়। সোমবার দুই দফায় স্থলমাইন বিস্ফোরণের স্থান হলো সেই পথ।

স্থানীয় বাসিন্দা ও সমাজপতি আবদুর রহমান, ছৈয়দ হোসেন ও আহমদ ছলিম জানান, সোমবারের ২ দফা স্থলমাইন বিস্ফোরণে ১টি কুকুর ও ১টি বন্য শূকরের মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে এক ছাত্রসহ ৩ কাঠুরিয়ার পা উড়ে গিয়েছিল।

তবে এ বিষয়ে বক্তব্য নিতে ১১ বিজিবি অধিনায়কের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বরিশাল সিটি করপোরেশন: চাকরিচ্যুত ১৬০ শ্রমিককে পুনর্বহাল ও বকেয়া বেতন দাবি

স্ত্রী-সন্তানসহ নাঈমুল ইসলাম খানের ১৬৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্থানীয় সরকার সংস্কারে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের ছয় প্রস্তাবনা

জাবিতে সিনিয়রকে মারধর: ছাত্রদল নেতাকে এক বছরের জন্য বহিষ্কার

সাবেক এমপি আখতারুজ্জামান বাবুর বাড়ি-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

ধর্ষণ ও হত্যা হুমকির বিচার চেয়ে রাস্তায় মা-মেয়ে

ইসি ঘোষিত শিবচরকে ‘দুর্গম উপজেলা’ মানতে নারাজ এলাকাবাসী

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

রাজশাহীতে তাঁতী দল নেতাকে কুপিয়ে আহত

কলেজছাত্রীকে দোকানে নিয়ে ধর্ষণের অভিযোগ