Ajker Patrika
হোম > সারা দেশ

মাটিরাঙ্গায় পিস্তল-গুলিসহ ইউপিডিএফের চিফ কালেক্টর গ্রেপ্তার

প্রতিনিধি, মাটিরাঙা (খাগড়াছড়ি)

মাটিরাঙ্গায় পিস্তল-গুলিসহ ইউপিডিএফের চিফ কালেক্টর গ্রেপ্তার

মাটিরাঙ্গায় অস্ত্রসহ লালন চাকমা (৩৮) নামে প্রসীত বিকাশ খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চিফ টোল কালেক্টরকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গার দুর্গম সাপমারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার (৫ আগস্ট) মাটিরাঙ্গা ও গুইমারা বাজার থেকে চাইল্যা প্রু মারমা (২৩) ও চা থই মারমা (২৯) নামে ইউপিডিএফের দুই টোল কালেক্টরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদে চিফ টোল কালেক্টর লালন চাকমার নামসহ আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। চিফ টোল কালেক্টর লালন চাকমা সাপমারা থেকে পানছড়ি যাবে এমন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের অভিযানকারী দল সাপমারা এলাকায় অবস্থান গ্রহণ করে। এ সময় মোটরসাইকেলযোগে যাওয়ার পথে লালন চাকমাকে সাপমারা থেকে গ্রেপ্তার করে।

এ সময় তাঁর দেহ তল্লাশি করে মরক্কোর তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড অ্যামোনেশন উদ্ধার করা হয়। এ ছাড়া চাঁদা আদায়ের রসিদ বই ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত ইউপিডিএফ সন্ত্রাসী লালন চাকমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাটিরাঙ্গা থানার পুলিশে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার  ওসি মুহাম্মদ আলী জানান, ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসী লালন চাকমা দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গা ও গুইমারা এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে আসছিল। তাঁর বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পাহাড়ের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ।

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

সিলেটে পাঁচ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আটক ৫

ঝুট ব্যবসা নিয়ে নারায়ণগঞ্জ ইপিজেডে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি