হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে কার্টনে লাশের মাথা, কেরানীগঞ্জে খণ্ডিত অংশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে পরিত্যক্ত একটি কার্টন থেকে এক পুরুষের মাথা ও মরদেহের খণ্ডাংশ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

ঢাকার কেরানীগঞ্জে পলিথিনে মোড়ানো তিনটি কার্টন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহের খণ্ডিত বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন মালঞ্চ এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ থেকে লাশের খণ্ডাংশগুলো উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য খণ্ডাংশগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে মুন্সিগঞ্জে পরিত্যক্ত কার্টন থেকে এক পুরুষের মাথা ও খণ্ডিত কিছু অংশ উদ্ধার হয়েছে। কেরানীগঞ্জে উদ্ধার হওয়া খণ্ডাংশগুলো নিহত ওই ব্যক্তির বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে স্থানীয় বাসিন্দারা একটি কার্টন নিয়ে কুকুরকে টানাটানি করতে দেখেন। তখন সন্দেহ হলে তাঁরা ওই কার্টনের কাছে গিয়ে দেখতে পান, ভেতরে মানবদেহের খণ্ডিত বিভিন্ন অংশ। পরে তাঁরা পুলিশকে খবর দিলে মডেল থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টনের ভেতর থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহের খণ্ডাংশগুলো উদ্ধার করে। খণ্ডিত অংশের মধ্যে ওই ব্যক্তির মাথা পাওয়া যায়নি।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, নিহত ওই ব্যক্তির বয়স হবে ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে। তাঁর গায়ের রং শ্যামলা বর্ণের। তাঁকে হত্যার পর অন্য কোথাও থেকে এনে এখানে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খণ্ডিত অংশগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

হাদির মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের ছায়া, হত্যাকারীকে গ্রেপ্তারের দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ