Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় থানা থেকে ফেরার পথে আ.লীগ নেতাকে ছুরিকাঘাত

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় থানা থেকে ফেরার পথে আ.লীগ নেতাকে ছুরিকাঘাত
বগুড়ায় থানা থেকে ফেরার পথে আ.লীগ নেতাকে ছুরিকাঘাত। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার সারিয়াকান্দিতে থানা থেকে ফেরার পথে খলিলুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গতকাল শনিবার উপজেলার পৌর কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

খলিলুর রহমান সারিয়াকান্দি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং উপজেলার চান্দিনা নোয়ারপাড়া গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীর ছোট ভাই আমিনুল ইসলাম বলেন, খলিলুর রহমানের সঙ্গে একই গ্রামের সাজেদুর রহমান সোনার জমিজমা-সংক্রান্ত বিরোধ রয়েছে। এ-সংক্রান্তে আদালতে মামলা চলমান রয়েছে। জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা দেখা দিলে গতকাল বিকেলে সারিয়াকান্দি থানায় সালিসি বৈঠক বসে।

বৈঠকে থানা-পুলিশ উভয় পক্ষকে আদালতের সিদ্ধান্ত মেনে চলার পরামর্শ দেয় এবং এ নিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দেন। সালিস শেষে বিকেল ৪টার দিকে বাড়ি ফেরার পথে পৌর এলাকার কাঁচাবাজার এলাকায় সাজেদুর রহমান সোনা ও তাঁর সহযোগীরা খলিলুর রহমানকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা।

তিনি আরও বলেন, ‘আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। কিছুটা সুস্থ হলে সাজেদুর রহমান সোনাসহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা করব।’

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত সাজেদুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়া যায়। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, ‘খলিলুর রহমান আওয়ামী লীগ নেতা কি না, তা জানি না। জমিজমা-সংক্রান্তে প্রতিবেশী সাজেদুর রহমানের সঙ্গে বিরোধ ছিল। সেই জমি নিয়ে আদালতে মামলাও চলছে। গতকাল দুই পক্ষকে থানায় ডেকে শান্তি ভঙ্গ না করার পরামর্শ দেওয়া হয়। থানা থেকে চলে যাওয়ার পরে শুনেছি খলিলুর রহমানকে ছুরিকাঘাত করা হয়েছে। ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।’

লবণের মাঠ দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলি, আহত অর্ধশতাধিক

আ.লীগের ঝটিকা মিছিল: খুলনা বারের সাবেক সভাপতি গ্রেপ্তার

বিশেষ ক্ষমতা আইনের মামলায় আ.লীগ নেতা আমজাদ কারাগারে

মুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে যুবদল নেতা আটক

আটাব কমিটিকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল বাণিজ্য মন্ত্রণালয়

খুলনায় বিএনপি নেতার নেতৃত্বে সড়ক ভবনে হামলা, প্রহরী লাঞ্ছিত

সড়কে বর্জ্য ফেলে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতিবাদ

কলাবাগানে দরজা ভেঙে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

থানা থেকে ব্যাটারি চুরি, এসপির কাছে অভিযোগ

পরীমণির বিরুদ্ধে সেই গৃহকর্মীর মামলা, তদন্তে পিবিআই