হোম > সারা দেশ > চট্টগ্রাম

উগ্রবাদীরা দেশে বহু জাতির বসবাসের কথা স্বীকার করতে চায় না: সন্তু লারমা

রাঙামাটি প্রতিনিধি 

রাঙামাটিতে নাগরিক সমাজের মতবিনিময় সভায় জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। ছবি: আজকের পত্রিকা

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, উগ্রবাদীরা বাংলাদেশে বহু জাতির বসবাস আছে তা স্বীকার করতে চায় না। এ জন্য বইয়ে থাকা গ্রাফিতিতে আদিবাসী পাতাটি ছিঁড়ে ফেলতে চায়। দেশে ৫১টি ছোট ছোট জাতির সমষ্টিগত নাম আদিবাসী।

আজ শনিবার রাঙামাটি শহরের আশিকা কনভেনশন হলে নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জুম্ম জনগণের সামগ্রিক পরিস্থিতির আলোকে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে এ সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করে আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চল শাখা।

সন্তু লারমা বলেন, ‘বাংলাদেশ যে একটি বহুত্ববাদের দেশ, সেটা স্বীকার করতে চায় না উগ্রবাদীরা।’ পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অত্যন্ত অস্বাভাবিক ও ভয়াবহ বলে মন্তব্য করে তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের ১৩ ভাষাভাষী ১৪টি আদিবাসী জনগোষ্ঠী নিশ্চিহ্ন হওয়ার পথে। তাদের অস্তিত্ব শুধু ম্রিয়মাণ নয়, অস্তিত্ব হারিয়েছে।’

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান আরও বলেন, ‘শাসকগোষ্ঠী আদিবাসীদের চাকমা মারমা খিয়াং ত্রিপুরা ইত্যাদি জাতির নাম না বলে উপজাতি-ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে আদিবাসীদের অপমানিত করছে। যে নামের মধ্যে অপমান-অবজ্ঞা নিহিত আছে।’

রাঙামাটিতে নাগরিক সমাজের মতবিনিময় সভায় জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। ছবি: আজকের পত্রিকা

সভায় আরও বক্তব্য দেন আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং মারমা, অবসরপ্রাপ্ত অধ্যাপক মধু মঙ্গল চাকমা, অ্যাডভোকেট দ্বীননাথ তঞ্চঙ্গা, মনোজ বাহাদুর গুর্খা প্রমুখ। এ ছাড়া সভায় পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতির প্রতিনিধি ও তিন পার্বত্য জেলা থেকে আদিবাসী ফোরামের সদস্যরা অংশ নেন।

৭ ঘণ্টা পর ঝালকাঠির অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

প্রবাসীর স্ত্রীর বঁটির কোপে ভাশুর নিহত

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত