হোম > সারা দেশ > ফরিদপুর

নগরকান্দায় কিশোরের লাশ উদ্ধার, নেশা করতে গিয়ে মৃত্যু বলছে পরিবার

ফরিদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

ফরিদপুরের নগরকান্দায় মো. মাহবুবুর রহমান (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে উপজেলার চরযোশরদী ইউনিয়নের দহিসারা গ্রামের মাঠের একটি ঘাসখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

মাহবুবুর দহিসারা গ্রামের সাইফুল্লাহ মোল্যার ছেলে। আগের দিন বুধবার রাত ১০টার দিকে তিনি নিখোঁজ হন।

মাহবুবুরের বাবা সাইফুল্লাহ মোল্যা বলেন, ‘মাহবুবুর মাদকাসক্ত ছিল। নেশা থেকে বিরত রাখতে তাকে ঢাকায় গার্মেন্টসে চাকরিতে দেওয়া হয়। গত তিন বছর সে গার্মেন্টসে চাকরি করলেও নেশা ছাড়তে পারেনি। গত বুধবার রাত ১০টার দিকে সে আমার কাছ থেকে ১০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। আমরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পাই মাহবুবুরের লাশ ঘাসখেতে পড়ে আছে।’

এ বিষয়ে জানতে চাইলে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সে নেশা খেয়ে মারা গেছে। তারপরও ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এসআইসহ ৬ জন টেঁটাবিদ্ধ, বাড়িঘরে আগুন

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে