সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৩০ বিচারপতিকে দুর্নীতিগ্রস্ত ও দলবাজ আখ্যা দিয়ে তাঁদের অপসারণ চেয়েছেন আইনজীবীরা। তাঁদের অপসারণ চেয়ে মানববন্ধনও করেছেন অন্তত অর্ধশত আইনজীবী।
আজ সোমবার সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ ও সৈয়দ মামুন মাহবুবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে দেখা করেন এবং এই বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করেন।